নো মেক আপ লুক থেকে মুহূর্তে হয়ে উঠলেন লাস্যময়ী। সাংসদ অভিনেত্রী নুসরত জাহানের রাতারাতি আগুন জ্বালিয়েছে নেটদুনিয়ায়। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় নো মেক আপ থেকে মেক আপের লুকের ট্রান্সফরমেশন ভিডিও শেয়ার করেছেন নুসরত,যার ক্যাপশনে লেখা ইউ ওয়ান্ট মি, আই ওয়ান্ট ইউ। যা দেখা মাত্রই নজর কেড়েছে নেটিজেনদের। কার উদ্দেশ্য় একথা বললেন ঈশানের সেক্সি মাম্মা, জল্পনা বাড়ছে সোশ্যাল মিডিয়ায়।