দেখতে দেখতে তিন পার, মাতৃত্বের ৩ মাস পূর্তিতে 'সেক্সি মাম্মা' কে আদুরে বার্তা রাজের

 বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় মা হওয়ার পর যেন আর বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন। অভিনেত্রী তকমার বাইরে ছোট্ট ইউভানের মা যেন সর্বদাই লাইমলাইটে রয়েছেন। গত ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের। দেখতে দেখতে তিন মাস বয়স হয় রাজপুত্র ইউভানের। ছোট্ট সিম্বাই এখন নেটদুনিয়ার হটকেক। সম্প্রতি ছেলের ৩ মাস পূর্তিতে সেক্সি মাম্মাকে আদুরে বার্তা দিলেন রাজ।
 

Riya Das | Published : Dec 12, 2020 6:49 AM IST / Updated: Dec 12 2020, 12:22 PM IST
19
দেখতে দেখতে তিন পার,  মাতৃত্বের ৩ মাস পূর্তিতে 'সেক্সি মাম্মা' কে আদুরে বার্তা রাজের

গত ১২ সেপ্টেম্বর জন্ম হয় ইউভানের। দেখতে দেখতে তিন মাস বয়স হয় রাজপুত্র ইউভানের। ছোট্ট সিম্বাই এখন নেটদুনিয়ার হটকেক।

29

যেদিন থেকে শুভশ্রীর কোলে এসেছে ইউভান সেদিন থেকে আদুরে ছবিতে সরগরম সোশ্যাল মিডিয়ার পাতা।

39

সম্প্রতি ছেলের ৩ মাস জন্মদিনে নতুন ছবি সামনে আনলেন বাবা রাজ।


 

49

সম্প্রতি ছেলের  ৩ মাস পূর্তিতে স্ত্রীর জন্য আদুরে বার্তা পোস্ট করলেন রাজ। ছেলে ইউভান ও শুভশ্রীর ছবি পোস্ট করে রাজ লিখেছেন, আমার নয়নের মণি, মাতৃত্বের তিন মাসের অনেক শুভেচ্ছা।
 

59

ছোট থেকেই ক্যামেরার দিকে পোজ দিতে বেশ সিদ্ধহস্ত ইউভান।

69

মায়ের কোলে বসে ক্যামেরার দিকে পোজ দিতেই মুহূর্তে ভাইরাল  রাউডি বেবি।

79

 স্মার্ট লুকে ধরা দিলেন রাজ-শুভশ্রীর ছোট্ট সিম্বা। এই কয়েকদিনে অনেকটাই যেন বড় হয়ে গেছে ইউভান।

89

একেবারে হিরোর স্টাইলে হ্যান্ডসাম বয় ইউভান মুহূর্তেই মন কেড়েছেন সকলের।

99

মা হওয়ার পর ছেলে ইউভানকে নিয়ে সময় কাটছে রাজ ও শুভশ্রীর। নিউ নর্মাল হতেই কাজে ফিরেছেন পরিচালক রাজ। কিন্তু সময় পেলেই ছেলের সঙ্গে সময় কাটছে রাজের। 

Share this Photo Gallery
click me!

Latest Videos