জলের তলায় ঘনিষ্ঠতার পর জাম্পস্যুটে বেরিয়ে এল অনুষ্কার 'বেবিবাম্প', মিষ্টি রোদে click 'সেক্সি মাম্মা'র

অন্তঃসত্ত্বা অনুষ্কা শর্মা। জল্পনা চলছিল দীর্ঘদিন ধরেই। বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কাকে নিয়েই।  এবার দিন গোনার পালা। আর কয়েকদিন পরেই বিরুষ্কার জীবনে আসতে চলেছে নতুন অতিথি। এই সময়টাতে স্ত্রীর সঙ্গে দূরে থাকতে নারাজ বিরাট। আইপিএল- চলাকালীন দুবাইতেই রয়েছেন এই তারকারা। স্ত্রী অনুষ্কার সঙ্গে সময় কাটাতে একের পর এক ছবি শেয়ার করছেন পাওয়ার কাপল বিরুষ্কা। কিছুদিন আগেই সূর্যাস্তের সময় সৌকতে ঘনিষ্ঠ আলিঙ্গনে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। এবার সানবাথ -এর ছবি ভাইরাল। মুহূর্তের ফুটে উঠেছে বেবিবাম্পের ছবি, দেখে নিন একনজরে।
 

Riya Das | Published : Oct 19, 2020 8:02 AM IST
19
জলের তলায় ঘনিষ্ঠতার পর জাম্পস্যুটে বেরিয়ে এল অনুষ্কার 'বেবিবাম্প', মিষ্টি রোদে click 'সেক্সি মাম্মা'র

 শীঘ্রই মা হতে চলেছেন  বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। অন্তঃসত্ত্বা কালীন একের পর এক খুনসুটির মুহূর্ত ভক্তদের সঙ্গে শেয়ার করছেন বিরুষ্কা।

29

 স্ত্রীর অন্তঃসত্ত্বা হওয়ায় কোনওভাবেই তাকে একা রাখতে রাজি নন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি। সেই কারণেই আইপিএল- চলাকালীন দুবাইতেই একসঙ্গে রয়েছেন পাওয়ার কাপল।

39

কিছুদিন আগেই সূর্যাস্তের সময় সৌকতে ঘনিষ্ঠ আলিঙ্গনে দেখা গিয়েছে বিরাট-অনুষ্কাকে। এবার নয়া রূপে ভক্তদের মুগ্ধ করেছেন অনুষ্কা শর্মা।

49

চোখে-মুখে স্পষ্ট মাতৃত্বের স্বাদ। পোশাকের উপর স্পষ্ট ফুঁটে উঠেছে বেবিবাম্প। মুহূর্তের মধ্যে নেটিজেনদের নজরে বিরাট পত্নী।

59

পরণে সাদা টি-শার্ট এবং হালকা গোলাপি রঙের জাম্পস্যুটের উপর দিয়েই স্পষ্ট দেখা যাচ্ছে অনুষ্কার বেবিবাম্প। পায়ে স্নির্কাস পরেই মুখে হাসি বেরিয়ে এসেছে।

69

সূর্যের দিকে মুখ করে বসে সারা শরীরে মিষ্টি রোদ মাখতে ব্যস্ত নায়িকা। ছবিতে ক্যাপশনে লিখেছেন, 'পকেটফুল অব সানশাইন' অর্থাৎ পকেট ভরা রোদ্দুর। হাসি মুখে পোজ দিয়েছেন অভিনেত্রী।

79

আইপিএল চলাকালীন ভিআইপি স্ট্যান্ড থেকে অনুষ্কাকে চিয়ার আপ করতে দেখা গেছে । হাজারো ব্যস্ততার মধ্যেই অধিনায়ক সময় কাটাচ্ছেন স্ত্রীয়ের সঙ্গে।

89

বেবিবাম্পের ছবি প্রকাশ্যে আসতেই ভক্তরা ভালবাসা জানিয়েছেন অভিনেত্রীকে। 

99

সুপারকিউট বলে মন্তব্য করেছেন আয়ুস্মানের স্ত্রী তাহিরা কাশ্যপ।

Share this Photo Gallery
click me!

Latest Videos