নাভির তলদেশ থেকে উরুর খাঁজ জুড়ে ডানা মেলা 'Tattoo', শরীরী উষ্ণতায় বিকিনিতে 'সেক্সবম্ব' নুসরত

করোনা আবহের একঘেয়েমি কাটাতে  ছুটি কাটাতে বাইরে যাচ্ছেন বলিপাড়ার নায়ক-নায়িকারা। আর সকলেই পছন্দের ডেস্টিনেশন হল মলদ্বীপ। মাঝেমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল হচ্ছে সৈকতের খুল্লামখুল্লা ছবি। সেক্সি ফিগারে বিকিনি পোজে মুহূর্তে রাতের ঘুম কাড়ছেন লাস্যময়ীরা। সেই তালিকায় রয়েছেন বলিউডের নুসরত ভরুচা। গোলাপি বিকিনিতে শরীরী উষ্ণতায় ছবি পোস্ট করতেই নজর কেড়েছে উরুর ভাঁজের সুবিশাল ট্যাটু।

Riya Das | Published : Dec 18, 2020 9:45 AM / Updated: Dec 18 2020, 09:52 AM IST
110
নাভির তলদেশ থেকে উরুর খাঁজ জুড়ে ডানা মেলা 'Tattoo',  শরীরী উষ্ণতায় বিকিনিতে 'সেক্সবম্ব' নুসরত

 মলদ্বীপের সমুদ্র -সৈকতে ছুটির আমেজের ছবি পোস্ট করলেন অভিনেত্রী নুসরত ভরুচা। শরীরী উদ্দামতায় নিজেকে অন্য রূপে হাজির করেছেন নুসরত ভরুচা। 

210

গোলাপি বিকিনিতে শরীরী উষ্ণতায় ছবি পোস্ট করতেই নজর কেড়েছে উরুর ভাঁজের সুবিশাল ট্যাটু। নায়িকা বোল্ড লুকেই কুপোকাত ভক্তরা।

310


নাভির নীচ থেকে উরুর ভাঁজের সুবিশাল ট্যাটুতেই যৌনতা যেন ঠিকরে বেরোচ্ছে নুসরতের। সেক্সি ফিগারের ভাঁজেই চোখ আটকে নেটিজেনদের।

410


তবে চলতি বছরের নয়, গত বছর  মলদ্বীপে সময় কাটিয়েছিলেন নুসরত। পুরোনো  সেই ছবি নিজের সোশ্যালে শেয়ার করে  স্মৃতিচারণা করে উত্তাপ চড়িয়েছেন নুসরত।

510

নুসরতের শারীরী সৌন্দর্যে মুগ্ধ নেটিজেনরা । গোলাপি বিকিনির উপর ট্রান্সপারেন্ট সাদা শ্রাগ, সানগ্লাসে যেন নুসরতের সৌন্দর্যকে দ্বিগুন বাড়িয়ে তুলেছে।

610

মলদ্বীপে গেলে বলি ডিভাদের ভিতরের সৌন্দর্যে যে ফুটে ওঠে তাতে ব্যতিক্রম নয় নুসরত। মাল্টিরঙা বিকিনিতে নিজেকে হট অ্যান্ড সেক্সি লুকে মেলে ধরেছেন নুসরত।

710

 


বিকিনির থেকে তার ট্যাটুই অনেক বেশি নজর কেড়েছে। সাধারণ জায়গায় ট্যাটু নয়, বরং উরুর ভাঁজ থেকে  ডানা মেলা  ট্যাটু শরীরের গোপন জায়গায় বিস্তৃত হয়েছে।

 

810

নীল জলরাশির মধ্যে বিকিনির স্ট্রাইপের ফাঁকা দিয়েই তার গোপনাঙ্গের ট্যাটু নজর কেড়েছে ভক্তদের। যা কিনা আবেদন বাড়িয়ে তুলেছে মুহূর্তে। 

910


সমুদ্রের জলরাশির মধ্যে সুইমিংপুলের জলে ব্রেকফাস্টও করতেও দেখা গেছে নুসরতকে।জলের তলাতেই মাল্টিরঙের রঙিন বিকিনিতে আন্ডার-ওয়াটার ডাইভিং করতেও দেখা  গেছে নুসরতকে। একের পর এক ছবি পোস্ট করেই পারদ চড়াচ্ছেন নুসরত।

1010


বলিউডেও দাপিয়ে কাজ করছেন নুসরত। সম্প্রতি রাজকুমার রাওয়ের বিপরীতে ছলাং ছবিতে নুসরতের অভিনয় নজর কেড়েছে ভক্তদের।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos