ঠিকরে বেরোচ্ছে স্তনযুগল, আমিশার সেক্সি হট ক্লিভেজে জ্বলছে আগুন, বোল্ডনেসে কাঁপছে নেটপাড়া


ফের নেটদুনিয়ায় হট ভাইরাল আমিশা প্যাটেল। অভিনেত্রীর বোল্ডনেসে মুহূর্তে আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়। নিজের সোশ্যাল মিডিয়ায় ফের বিকিনি লুকে সকলকে চমকে দিয়েছেন আমিশা। ৪৬ বছর বয়সী আমিশা প্যাটেলের হটনেসে পুড়ে ছাই হচ্ছেন নেটিজেনরা।  এই বয়সে এসেও নিজেকে যেভাবে ধরে রেখেছেন তা সত্যিই ঈর্ষনীয়।' সবুজ রঙের বিকিনি পরে সেক্সি হট ক্লিভেজ ফ্লন্টস করে ভক্তদের ধুকপুকানি বাড়িয়ে দিয়েছেন আমিশা প্যাটেল।
 

Riya Das | Published : Sep 15, 2022 5:28 AM IST
110
 ঠিকরে বেরোচ্ছে স্তনযুগল, আমিশার সেক্সি হট ক্লিভেজে জ্বলছে আগুন, বোল্ডনেসে কাঁপছে নেটপাড়া

আমিশা প্যাটেলের ভরা যৌবনের নেশায় কুপোকাত হাজারো ভক্ত। শরীর নেশায় ভক্তদের অ্যাটেনশন পেতে হামেশাই ছবি-ভিডিও শেয়ার করেন বলি নায়িকা। ফের নিজের সোশ্যাল মিডিয়ায় হট ভিডিও শেয়ার করে ভক্তদের পাগল করে দিলেন আমিশা।

210

নিজের ইনস্টাগ্রামে বিকিনি পরে একটি ভিডিও শেয়ার করেছেন আমিশা। যেখানে তিনটি হার্টের ইমোজিও দিয়েছেন। শরীরী উত্তেজনার পারদ তুঙ্গে আমিশার। ভিডিও শেয়ার করা মাত্রই ইন্টারনেটে আগুন জ্বলে উঠেছে।

310

এই মুহূর্তে বাহরাইনে ছুটি কাটাচ্ছেন আমিশা প্যাটেল। সেখান থেকে সেক্সি ফিগারে ভিডিও পোস্ট করে সকলকে পাগল করে দিচ্ছেন  আমিশা প্যাটেল। এই বয়সেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা দেখেই হতবাক সকলে।

410


এই মুহূর্তে বাহরাইনে ছুটি কাটাচ্ছেন আমিশা প্যাটেল। সেখান থেকে সেক্সি ফিগারে ভিডিও পোস্ট করে সকলকে পাগল করে দিচ্ছেন  আমিশা প্যাটেল। এই বয়সেও যেভাবে নিজেকে ধরে রেখেছেন তা দেখেই হতবাক সকলে।
 

510

বর্তমানে বলিউডে সেভাবে দেখা না গেলে অন্তর্জালে উষ্ণতা বাড়াতে সিদ্ধহস্ত আমিশা। সম্প্রতি বিকিনি পরে সোশ্যাল মিডিয়ায় আগুন জ্বালালেন আমিশা। অভিনেত্রীর এই ভিডিওতে লাইক ও কমেন্টের সংখ্যা ক্রমশ বাড়ছে।

610

আমিশার এই ভিডিওতে নেটিজেনদের মধ্যে একজন কমেন্টে বলেছেন, আপনি এত হট কেন? আবার অন্য একজন বলেছেন, এইসব তামাশা বন্ধ করো, এখন আর কিছু হওয়ার নয়। যাইহোক আমিশার হট অবতার দেখে কেউ কেউ আবার প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। কেউ তারে হটি বলেও মন্তব্য করেছেন।

710

বয়স প্রায় ৫০-এর কোটায়। ৪৬ বছর বয়সী আমিশা প্যাটেলের হটনেসে পুড়ে ছাই হচ্ছেন নেটিজেনরা।  এই বয়সে এসেও নিজেকে যেভাবে ধরে রেখেছেন তা সত্যিই ঈর্ষনীয়।'কহো না প্যায়ার হ্যায়' ছবিতেই বলি অভিনেতা হৃতিক রোশনের বিপরীতে বলিউডে পা রেখেছিলেন অভিনেত্রী আমিশা প্যাটেল। চলচ্চিত্রে অভিনয় করে যতটা না সুনাম অর্জন করেছেন তার চেয়ে অধিক বির্তকে নাম জড়িয়েছে তার। 

810

বলিউড থেকে অনেকটাই দূরে রয়েছেন 'কহো না প্যায়ার হ্যায়'-এর মিষ্টি নায়িকা। সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়াতে হট অ্যান্ড সেক্সি অবতারে প্রতিনিয়তই নিজেকে মেলে ধরছেন আমিশা। প্রতিদিনই নিজের কাটাছেড়া ছবি দিয়ে ভক্তদের বিনোদনের রসদ জোগান আমিশা প্যাটেল। যা দেখতে রীতিমতো হামলে পড়ছেন ভক্তরা।

910

তবে বলিউডে খুব একটা দেখা না গেলেও গত কয়েক বছরে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম হটেস্ট অভিনেত্রীর তকমা পেয়েছেন আমিশা প্যাটেল। আমিশার সেক্সি অ্যান্ড হট ছবি কিংবা ভিডিও দেখার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা।  সম্প্রতি হট ক্লিভেজ দেখিয়ে বেশ কিছু সেক্সি ভিডিও পোস্ট করেছেন আমিশা যা দেখে কালঘাম ছুটছে ভক্তদের।

1010


বক্ষ-বিভাজিকাই যেন আমিশার ফ্যাশন স্টেটমেন্ট। উন্মুক্ত বক্ষযুগলের নেশাতেই ঘায়েল ভক্তরা। প্রতিটি ছবিতেই উপচে পড়ছে শরীরী উষ্ণতা। হট অবতারে নিজেকে মেলে ধরেছেন অভিনেত্রী। ভক্তদের ধরে রাখতে একাধিক ছবি ও ভিডিও পোস্ট  করে থাকেন আমিশা প্যাটেল। দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে আমিশার হটকে মুভস। লাইক ও কমেন্টে ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ার পাতা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos