সদ্যই দুই থেকে তিন হয়েছেন বলিউড তথা ক্রিকেটের অন্যতম পাওয়ার কাপল বিরুষ্কা । প্রেগনেন্সি থেকে মা হওয়ার সবকিছুই গোপন রেখেছেন বলি অভিনেত্রী অনুষ্কা শর্মা। জন্মানোর পর থেকেই চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন বিরুষ্কার সন্তান। ফুটফুটে কন্যাসন্তান জন্ম দেওয়ার মাত্র ১১ দিনের মাথাতেই পাপারাৎজির ক্যামেরায় ধরা দিলেন বিরাট-অনুষ্কা। সুরক্ষার কথা মাথায় রেখেই মুখে মাস্ক পরে বান্দ্রায় ফোটোগ্রাফারদের পোজ দিয়েছেন তারকা দম্পতি। খোলা চুল, ডেনিম অ্যাটায়ারে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন বিরাট পত্নী অনুষ্কা।