রণবীর ছাড়াও পোশাক খুলে নগ্ন শরীরে ঝড় তুলেছেন যে তারকারা, বিবস্ত্র ছবি দেখলে ঘাম ঝরবে আপনারও

বলিপাড়ায় নগ্নতা যেন জলভাত। কখনও হাত দিয়ে ঢাকা তো কখনও অনাবৃত গায়ে -নিরাবরণ অবস্থায় ক্যামেরার সামনে এসে ঝড় তুলেছেন বি-টাউনের একাধিক তারকারা।  তবে হালফিলে নগ্ন ছবি পোস্ট করে ঝড় তুলেছেন বলিপাড়ার হ্যান্ডসাম হাঙ্ক রণবীর কাপুর। অভিনেতার সেক্সি ন্যুড ফিগার দেখতেই হামলে পড়েছেন ভক্তরা। রণবীরের নগ্ন ছবিই যেন নেটদুনিয়ার হটকেক। তবে রণবীর একা নন, বিবস্ত্র শরীর, সেক্সি ফিগারের ভাঁজে ক্যামেরার সামনে ধরা দিয়েছেন টিনসেল টাউনের অভিনেতা-অভিনেত্রীরা। একনজরে দেখে নিন বিবস্ত্র শরীরে শোরগোল ফেলেছিলেন  কোন তারকারা।

Riya Das | Published : Jul 25, 2022 9:06 AM IST
18
 রণবীর ছাড়াও পোশাক খুলে নগ্ন শরীরে ঝড় তুলেছেন যে তারকারা, বিবস্ত্র ছবি দেখলে ঘাম ঝরবে আপনারও

নব্বইয়ের দশকের জনপ্রিয় সুপার মডেল মিলিন্দ সোমানকে নিয়ে কৌতুহলের শেষ নেই অনুরাগীর। মডেলিং থেকে অভিনয়, সব ক্ষেত্রেই সাফল্য অর্জন করেছেন ৫৬ বছরের মিলিন্দ। নারীদের শরীরী হিল্লোল তুলতে বেশ নামডাকও ছিল মিলিন্দের।  কিছু করেই হোক বা না করেই হোক খবরের শিরেনামে কোনও না কোনওভাবে উঠে আসে মিলিন্দের নাম। 

28


১৯৯৫ সালে হাজারো তরুণীর হার্টথ্রব মডেল-অভিনেতা হঠাৎ করেই চর্চার কেন্দ্রবিন্দুতে উঠে আসেন। তাও আবার একটা জুতোর বিজ্ঞাপন  করে। সহ মডেল তথা তৎকালীন বান্ধবী মধু সাপ্রুকে জড়িয়ে ধরে বিজ্ঞাপনের জন্য ফটোশ্যুট করেন মিলিন্দ সোমান। সেই বিজ্ঞাপনে পুরোপুরি বিবস্ত্র শরীরে নজর কেড়েছিলেন মধু ও মিলিন্দ। দুজনের শরীরের উর্ধ্বাংশে আষ্টেপৃষ্টে জড়িয়ে ছিল এক বিশালাকার পাইথন। সেই ছবি ঘিরে আজও চর্চা তুঙ্গে।

38


নব্বইয়ের দশকে বিবস্ত্র হয়ে চরম বিতর্কের সৃষ্টি করেছিল বলি অভিনেত্রী পূজা বেদী। বলিউডের অন্দরমহলে চর্চার শেষ ছিল না পূজা বেদীকে নিয়ে। রাতারাতি পাড়ার চায়ের দোকান থেকে বলিউড কোথাতেও বাদ ছিল না চর্চার।  কবীর বেদীর কন্যার সাড়া জাগানো বিজ্ঞাপন নিমেষে ঝড় তুলেছিল বলিউডে। কন্ডোমের বিজ্ঞাপনের জন্য ক্যামেরার সামনে ধরা দেন পূজা। কন্ডোমের বিজ্ঞাপনে বিবস্ত্র হওয়ায় চরম নিন্দার মুখে পড়েছিলেন পূজা বেদী। এই বিজ্ঞাপন মুক্তির কয়েক মাসের মধ্যেই ভারতে নিষিদ্ধ করা হয়েছিল।

48

২০১৪ সাল। বলিউডের মি.পারফেকশনিস্ট আমির খানের পিকে ছবি নিয়েও চর্চা কম হয়নি। সিনেমার বিষয়বস্তুর জন্য হিন্দুত্ববাদীদের রোষের মুখেও পড়তে হয়েছিল  ঠিকই তবু বক্স অফিসে সিনেমাটি সাফল্য লাভ করেছিল।  এই ছবিতেই ভিনগ্রহীর চরিত্রে নগ্ন হতে হয়েছিল আমির খান। যেখানে কেবল একটি ট্রানজিস্টার দিয়ে নিজের গোপনাঙ্গ ঢেকে রেখেছিলেন আমির। নগ্ন দৃশ্যে আমির খানকে নিয়ে জোর বিতর্ক শুরু হয়েছিল।

58


বলিউডের উষ্ণতা জাগানো লাস্যময়ী অভিনেত্রী শার্লিন চোপড়া সবসময়েই বিতর্কের কেন্দ্রবিন্দুতে থাকতে পছন্দ করেন। কামসূত্র থ্রিডি ছবির জন্য বিবস্ত্র হয়েছিলেন শার্লিন চোপড়া। সিনেমার সেটে সম্পূর্ণ বসনহীনা হওয়ার ছবি নেটদুনিয়ায় শেয়ার করেছিলেন শার্লিন চোপড়া , যা নিয়েও বিতর্ক কম হয়নি।

68

এবার কিনা সবকিছুকে ছাপিয়ে গেলেন অভিনেতা। শরীরে নেই কোনও  সুতো। পুরোপুরি নগ্ন হয়েই অন ক্যামেরায় সেক্সি পোজ দিয়েছেন রণবীর। পোশাক খুলে ন্যুড অবস্থায় পেপার ম্যাগাজিনের কভারের জন্য ক্যামেরায় সামনে এলেন বলিউডের খিলজি। অভিনেতার সেক্সি ন্যুড ফিগার দেখতেই হামলে পড়েছেন ভক্তরা। রণবীরের নগ্ন ছবিই যেন নেটদুনিয়ার হটকেক।
 

78


বলিপাড়ার 'এ' লিস্টারদের মধ্যে ইতিমধ্যেই নিজের নাম করে নিয়েছেন অভিনেতা রণবীর সিং। আতরাঙ্গি পোশাক নিয়ে সর্বদাই বিতর্কে জড়ান রণবীর সিং। এবার কিনা সবকিছুকে ছাপিয়ে গেলেন অভিনেতা। যা দেখে কিনা রীতিমতো কালঘাম ছুটছে ভক্তদের।  আসলে নিজের কাজের জন্যই নগ্ন হতে পিছপা হননি বলিউডের খিলজি। জনপ্রিয় 'পেপার' ম্যাগাজিনের কভারের জন্য ক্যামেরায় সামনে নগ্ন হলেন বলিউডের খিলজি। 

88

পেপার ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে হ্যান্ডসাম হাঙ্ক জানিয়েছেন, ক্যামেরায় সামনে শারীরিক ভাবে নগ্ন হওয়া আমার কাছে আহামরি কোনও ব্যাপার নয়। আমি কিছু কাজের মাধ্যমে আমার আত্মাকে নগ্ন করে দর্শকদের সামনে হাজির করিয়েছি। ওটাকেই বলে আসল নগ্ন হওয়া। রণবীর আরও বলেন, আমি একবার নয় কাজের প্রয়োজনে আমি আরও একাধিকবার নগ্ন হতে রাজি। এতে কে কি বলল তাতে আমার কিছু যায়ও না
আসে ও না।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos