বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজ সর্বদাই লাইমলাইটে রয়েছেন। হট ফোটোশ্যুট থেকে যোগা ভিডিও শেয়ার করে সর্বদাই পেজ থ্রি-র শিরোনামে জ্যাকলিন। যত দিন যাচ্ছে ততই যেন ভক্তের সংখ্যা আকাশছোঁয়া জ্যাকলিনের। তাবড় তাবড় তারকাদেরও ছাঁপিয়ে যাচ্ছেন জ্যাকলিন। ফের সোশ্যাল মিডিয়ায় শরীরী উষ্ণতায় পারদ চড়ালেন শ্রীলঙ্কান সুন্দরী। ক্যামেরা অন রেখেই প্যান্ট নামিয়ে হট পোজ ভক্তদের ঘুম উড়িয়েছেন শ্রীলঙ্কান সুন্দরী জ্যাকলিন।