ঢেউখেলানো চাবুক ফিগার, ন্যুড পোশাকে 'হেলেন' রূপে জাহ্নবী, শরীরী আগুনে পুড়ে ছাই সাইবারবাসী

সময়টা বেশ ভালই যাচ্ছে বলি অভিনেত্রী  জাহ্নবী কাপুরের। একের পর এক ছবিতে নজর কাড়ছেন নায়িকা। তবে শুধু সিনেমাতেই নয়, বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কেড়ে নিচ্ছেন শ্রীদেবী কন্যা । ফিল্ম বাছাইয়ের মধ্যে বেশ ভাল ভাল সিনেমাতেই দেখা যাচ্ছে জাহ্নবীকে। গুঞ্জন সাক্সেনার পর  হেলেন-এর জন্যই নাকি প্রস্তুতি নিচ্ছেন কার্গিল গার্ল।
 

Riya Das | Published : Jul 16, 2021 9:48 AM
18
ঢেউখেলানো চাবুক ফিগার, ন্যুড পোশাকে 'হেলেন' রূপে জাহ্নবী, শরীরী আগুনে পুড়ে ছাই সাইবারবাসী

পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর। । অতিরিক্ত শরীরী প্রদর্শনে প্রথমসারির তারকাদেরও টেক্কা দিচ্ছন শ্রী-কন্যা।
 

28

সময়টা বেশ ভালই যাচ্ছে বলি অভিনেত্রী  জাহ্নবী কাপুরের। একের পর এক ছবিতে নজর কাড়ছেন নায়িকা। 

38


তবে ফিল্ম বাছাইয়ের ক্ষেত্রে তিনি সেরাটাই বেছে নিচ্ছেন।  পরপর ভাল ভাল সিনেমাতেই দেখা যাচ্ছে জাহ্নবীকে। গুঞ্জন সাক্সেনা ছবিতে ফাটিয়ে অভিনয়ও করেছেন জাহ্নবী।

48


এবার 'হেলেন'-এর জন্যই নাকি প্রস্তুতি নিচ্ছেন কার্গিল গার্ল। সূত্রের খবর, মালয়ালম ছবি হেলেন-এর রিমেকে অভিনয় করতে চলেছেন জাহ্নবী। 

58

প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, অগাস্টের মধ্যেই ছবির শুটিং শুরু হবে। এবং ইতিমধ্যেই ছবির প্রি-প্রোডাকশনের কাজ শেষও হয়ে গেছে।
 

68

ইনডোর শুটিং দিয়ে শুরু হবে চলচ্চিত্রের কাজ। এবং আগস্টে তা শুরু করার পরিকল্পনা রয়েছে । হেলেনের জন্যই নাকি নিজেকে জোরকদমে তৈরি করছেন জাহ্নবী।

78

২০১৯ সালে মুক্তি পায় থ্রিলার ছবি 'হেলেন'। ছবিটি বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছে। এবং পরিচালক মথুকুট্টি জেভিয়ার হিন্দি রিমেকও পরিচালনা করবেন।
 

88


সূত্র থেকে আরও জানা গেছে, ছবির নাম 'মিলি'। বর্তমানে পুরো রিমেকের মুডে রয়েছেন জাহ্নবী কাপুর। এই মুহূর্তে বেশ কিছু ছবির কাজ রয়েছে জাহ্নবীর ঝুলিতে।

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos