বুকচেরা ভি নেক গাউনে স্পষ্ট সেক্সি হট ক্লিভেজ, কান-এর পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা

 চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব শুরু হয়ে গিয়েছে। যা নিয়ে এখন চর্চা তুঙ্গে।  ৭৫ তম চলচ্চিত্র উৎসবের দিকেই এখন সকলের চোখ।  কান-এর রেড কার্পেটে অভিনেত্রীদের সাজসজ্জা দেখার জন্যই মুখিয়ে থাকেন গোটা বিশ্বের ভক্তরা।  এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে একাধিক বড় চমক।  ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক রয়েছেন। তার মধ্যে চলতি বছরে কান উৎসবের পুরস্কার পাম দ-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম হলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। কান চলচ্চিত্র উৎসবে  চোখ ধাঁধানো পোশাকে সকলকে চমকে দিচ্ছেন দীপিকা পাড়ুকোন।  লুই ভিতঁর তৈরি কালো গাউন পরে কান উৎসবের পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা পাড়ুকোন। লো নেক গাউনে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। পিঠ খোলা গাউনে ব্যাকলেসে উষ্ণতা বাড়ালেন দীপিকা পাড়ুকোন। ব্ল্যাক বিউটি দীপিকা কে দেখে সকলেই হতবাক। একনজরে দেখে নিন দীপিকার হট অবতার।

Riya Das | Published : May 24, 2022 12:40 PM
112
বুকচেরা ভি নেক গাউনে স্পষ্ট সেক্সি হট ক্লিভেজ,  কান-এর পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা

সারা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়িয়েছে করোনা ভাইরাস। হলি থেকে বলি সর্বত্রই  প্রভাব পড়েছিল এই মারণ ভাইরাসের। যার জেরে সমস্ত উৎসবের রং ফিকে হয়েছিল। এবার করোনা মহামারীর পর তিন বছরের মধ্যে এটিই প্রথম পূর্ণাঙ্গ উৎসব হতে চলেছে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব নিয়ে এখন চর্চা তুঙ্গে। 

212

সারা বিশ্ব জুড়ে দাপিয়ে বেড়িয়েছে করোনা ভাইরাস। হলি থেকে বলি সর্বত্রই  প্রভাব পড়েছিল এই মারণ ভাইরাসের। যার জেরে সমস্ত উৎসবের রং ফিকে হয়েছিল। এবার করোনা মহামারীর পর তিন বছরের মধ্যে এটিই প্রথম পূর্ণাঙ্গ উৎসব হতে চলেছে। বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ কান চলচ্চিত্র উৎসব নিয়ে এখন চর্চা তুঙ্গে। 

312

কান চলচ্চিত্র উৎসবে চোখ ধাঁধানো পোশাকে সকলকে চমকে দিচ্ছেন দীপিকা পাড়ুকোন।  সম্প্রতি লুই ভিতঁর তৈরি কালো গাউন পরে কান উৎসবের পুরো অ্যাটেনশন কেড়ে নিচ্ছেন দীপিকা পাড়ুকোন।  ছবি ফাঁস হতেই রাতের ঘুম উড়ে গেছে ভক্তদের।

412


লো নেক গাউনে বেরিয়ে রয়েছে বক্ষের একাংশ। পিঠ খোলা গাউনে ব্যাকলেসে উষ্ণতা বাড়ালেন দীপিকা পাড়ুকোন। ব্ল্যাক বিউটি দীপিকা কে দেখে সকলেই হতবাক। লাস্যে ভরা শরীরে যৌবন যেন উপচে পড়েছ।

512

লুই ভিতঁর গ্লোবাল অ্যাম্বাসাডর হয়েছেন বলি অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। সুগভীর নেকলাইনে বিভাজিকায় ঝড় তুলেছেন দীপিকা। লুই ভিতঁর গর্জিয়াস কালো গাউনে দীপিকা যেন সকলের মধ্য়মণি হয়ে উঠেছিলেন। 

612

কান চলচ্চিত্র উৎসবে এই সংস্থার নানা পোশাকে সজ্জিত হয়ে দেখা গিয়েছে দীপিকাকে। এবার দীপিকাকে বুকচেরা ঝালর গাউনে দেখা গিয়েছে। কালো রঙের গাউনে স্তনের খাঁজে সকলেরঅ চোখ আটকে রয়েছে, ঠিক যেন রূপকথার মৎসকন্যা।

712

কালো গাউনের সঙ্গে হিরের কানেরদুল, উঁচু করে বাধা চুল, কাজল কালো চোখের নেশায় যেন ভিড়মি খেয়েছেন ভক্তরা। গ্লিটারস ব্ল্যাক পোশাকে রূপকথায় রাজকন্যার গ্লো যেন ঠিকরে বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে ছবি ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়।

812

এর আগেও কান চলচ্চিত্র উৎসবে দীপিকা পাড়ুকোন তাক লাগিয়েছিলেন ভারতীয় ডিজাইনার পোশাকে। সব্যসাচীর পোশাকে দীপিকা পাড়ুকোনকে দেখে চোখ সরানো দায় ছিল। সব্যসাচীর পোশাকে দীপিকাকে দেখে সকলেই হতবাক হয়েছিলেন। ৭৫- তম কান চলচ্চিত্র উৎসবের রেড কার্পেটে সব্যসাচীর ডিজাইন করা শাড়িতে রেট্রো লুকে নজর কেড়ে তাক লাগিয়েছিলেন দীপিকা পাড়ুকোনা।

912

এবারের কান চলচ্চিত্র উৎসবে রয়েছে বড় চমক। ৭৫ তম চলচ্চিত্র উৎসবে মোট নয় জন জুরি বা বিচারক রয়েছেন। তার মধ্যে চলতি বছরে কান উৎসবের পুরস্কার পাম দ-র নির্বাচন কমিটির জুরিদের অন্যতম হলেন বলি ডিভা দীপিকা পাড়ুকোন। যদিও এর আগে ঐশ্বর্য রাই বচ্চন, শর্মিলা ঠাকুর,বিদ্যা বালান, নন্দিতা দাসও কান উৎসবের জুরি বোর্ডের সদস্য হয়েছিলেন। 

1012

কান চলচ্চিত্র উৎসবে প্রতিবারই কোনও না কোনও চমক দেন দীপিকা পাড়ুকোন। রেট্রো লুক থেকে ওয়েস্টার্ন একের পর এক চমকে অনবদ্য দীপিকা। কান উৎসবে অভিনব এমনই সব সাজে ধরা দিচ্ছেন, যাতে বলি ডিভার থেকে চোখ ফেরানো মুশকিল। 

1112


এককথায় বললে যেমন তার ব্যক্তিত্ব তেমনই তার সাজ।  দীপিকার ভক্তরাও তাকে দেখে রীতিমতো চমকে গেছেন। প্রতিবছরই সকলের মধ্যমণি হয়ে ওঠেন দীপিকা পাড়ুকোন। এবারও তার অন্যথা হল না। এবারের জুরি মেম্বারদের মধ্যে ফরাসি অভিনেতা ভিনসেন্ট লিন্ডনের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন।

1212


 এছাড়াও জুরি তালিকায় রয়েছে অভিনেতা -পরিচালক রেবেকা হল, নুমি রেপেস, এবং ইতালিয়ান অভিনেত্রী জেসমিন ট্রিনকা। এছাড়াও পরিচালক আসগর ফারহাদি, ল্যাডজ লাই, জেফ নিকোলস, এবং জোয়াকিম ট্রিয়ার এবারের কান প্যানেলের অংশ। ৭৫- তম কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট হয়েছেন লিন্ডন।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos