স্তনযুগল উন্মুক্ত করে সুপারহট পোজ, হাই থাই স্লিটে 'সেক্সবম্ব' দিশার যৌবনে কালঘাম ছুটল ভক্তদের


অভিনয়ে জমাতে না পারলেও দিশা পাটানিকে নিয়ে সরগরম পেজ থ্রির পাতা। পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন লেগে গেছে দিশা পাটানির সঙ্গে । বিকিনি লুক হোক কিংবা ছেঁড়া ফাটা অন্তর্বাসে পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি। ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা।  সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় সেক্সি ফিগার ফ্লন্টস করে ভক্তদের  রাতের ঘুম কেড়ে নিলেন দিশা পাটানি।
 

Riya Das | Published : Sep 9, 2022 4:04 AM IST
110
স্তনযুগল উন্মুক্ত করে সুপারহট পোজ, হাই থাই স্লিটে 'সেক্সবম্ব' দিশার যৌবনে কালঘাম ছুটল ভক্তদের


বলিপাড়ার ফিটনেস ফ্রিক অভিনেত্রীদের মধ্যে দিশা পাটানি রয়েছেন প্রথম সারিতে। সর্বদাই সেক্সি ফিগারে ঝড় তুলতে সিদ্ধহস্ত দিশা পাটানি। সাহসী পোশাকে নিজেকে মেলে ধরতে কখনওই পিছপা হননা দিশা। বরং টোনড ফিগারে ভক্তদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত টাইগারের প্রেমিকা।

210

 

 

খোলামেলা, ছেড়াফাটা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি। যা মুহূর্তের মধ্যে নেটদুনিয়ায় আগুন জ্বালিয়ে দেয়। তা নিয়ে হামেশাই ট্রোলড হন নায়িকা। যদিও এইসব কিছুকে পাত্তা দিতে নারাজ দিশা। সম্প্রতি সোশ্য়াল মিডিয়ায় নিজের বোল্ড ছবি শেয়ার করেছেন টাইগারের প্রেমিকা, তা দেখেই ঘুম উড়েছে ভক্তদের।

310


অভিনয়ে জমাতে না পারলেও দিশা পাটানিকে নিয়ে সরগরম পেজ থ্রির পাতা। পারফেক্ট ফিগার , ফিটনেস ফ্রিক-এর তকমা যেন লেগে গেছে দিশা পাটানির সঙ্গে । বিকিনি লুক হোক কিংবা ছেঁড়া ফাটা অন্তর্বাসে পোজ, শরীরী উষ্ণতায় তাবড় তাবড় বলি অভিনেত্রীদের টেক্কা দিচ্ছেন দিশা পাটানি। 

410


দিশা পাটানিকে নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শরীরী উষ্ণতায় লাস্যময়ী হয়ে উঠছেন দিশা পাটানি। নেটদুনিয়ায় খোলামেলা পোশাক পরে হামেশাই ছবি পোস্ট করে থাকেন দিশা পাটানি। আর তা দেখতেই যেন হামলে পড়ে ভক্তরা।

510

ফ্ল্যাট অ্যাবস-টোনড ফিগারে লাস্যময়ীকে দেখার জন্য মুখিয়ে রয়েছে ভক্তেরা।  সেক্সি ফিগার ফ্লন্টস করে ভক্তদের  রাতের ঘুম কেড়ে নিলেন দিশা পাটানি। খোলা চুলে, আবেদনময়ী চাহনিতে চোখেমুখে ফুটে উঠেছে শরীরী আবেদন।

610


মাত্র কয়েকটি ছবি করেই বি-টাউনে বাজিমাত করেছেন দিশা। অন্তর্বাসে ছবি দিয়ে যতটা সরগরম করেছেন পেজ থ্রির পাতা, ততটা কিন্তু অভিনয়ে জমাতে পারেননি দিশা। যত দিন যাচ্ছে ততই যেন নিজের শরীরী উষ্ণতায় লাস্যময়ী হয়ে উঠছেন দিশা পাটানি। 

710


মাত্র কয়েক বছরেই হু হু করে বেড়েছে ভক্তের সংখ্যা।  বিকিনির ছবিতে শরীরী ভাঁজে ঝড় তুলেছেন দিশা। কিলার লুকের ছবি দেখে ঘাম ঝরছে নেটিজেনদের।  সেক্সি ফিগারে দিশাকে দেখেই ভিড়মি খেয়েছেন ভক্তরা। ঝড়ের গতিতে ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

810

 বলিপাড়ার অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে বিচ্ছেদ হয়েছে দিশা পাটানি ও টাইগার শ্রফের। এই খবর প্রকাশ্যে আসতেই জোর জল্পনা শুরু হয়েছে। ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে, দুজনেই  প্রেমে ইতি টেনেছেন। দীর্ঘ  ৬ বছরের সম্পর্ক ছেড়ে কেন ভাঙলেন টাইগার ও দিশা  তা নিয়ে কানাঘুষো চলছে জোরকদমে। তার ব্রেক আপের  আসল কারণ জানতেই মুখিয়ে রয়েছেন ভক্তরা। 

910


দিশা এবং টাইগারের প্রেমের গুঞ্জন কারোরই অজানা নয়। নিজেরা মুখে কুলুপ আটলেও তাদের নিয়ে চর্চা দীর্ঘ দিন ধরে চর্চা চলেই আসছে বি-টাউনে। তবে বরাবরই যেন লাইমলাইট থেকে নিজেদের আড়ালে রাখতে চেয়েছেন দিশা ও টাইগার। সবসময়েই দুজন-দুজনকে ভাল বন্ধু বলেই পরিচয় দিতেন দিশা ও টাইগার।

1010

ঘনিষ্ঠ বন্ধুর সূত্রে আরও জানা গেছে টাইগারকে বিয়ের কথা বলতেই তা সঙ্গে সঙ্গে বাতিল করে দেন তিনি। তবে একবার নয়, একাধিকবার বিয়ের প্রস্তাব দিয়েছিলেন দিশা। কিন্তু টাইগার ততবারই বলেছেন তিনি এখন বিয়ে করতে রাজি নন। তবে কি এই বিয়েটা না করার জন্য কি সম্পর্কটাই ভেঙে দিলেন টাইগার ও দিশা।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos