লাস্যে ভরা মাখনের মতো শরীরে উপচে পড়ছে যৌনতা, কিলার লুকে আগুন জ্বালালেন নুসরত

ঘড়ির কাটা ১২ টা পেরোতেই শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা। ৩৭-শে পা দিলেন বলি অভিনেত্রী নুসরত ভরুচা। অভিনেত্রী নুসরাত ভরুচা ইতিমধ্যেই বেশ জনপ্রিয় বলিউডে। মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। 'সোনু কে টিটু কি সুইটি', 'ড্রিম গার্ল' ছবিগুলি করেই দর্শকমহলে নিজের জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তিনি বেশ মেধাবী।  এসবেরও বাইরে ফ্যাশন নিয়ে বেশ সচেতন অভিনেত্রী।  সেক্সি ফিগারে বিকিনি পোজে মুহূর্তে রাতের ঘুম কেড়ে নিচ্ছেন লাস্যময়ী নুসরত । সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত নুসরত ভরুচা। অভিনেত্রীর জন্মদিনে দেখে নিন কিলার লুকের একগুচ্ছ ছবি।

Riya Das | Published : May 17, 2022 4:44 PM
114
লাস্যে ভরা মাখনের মতো শরীরে উপচে পড়ছে যৌনতা, কিলার লুকে আগুন জ্বালালেন নুসরত

৩৭-শে পা দিলেন বলি অভিনেত্রী নুসরত ভরুচা। শুভেচ্ছা বার্তায় ভরে গিয়েছে সোশ্যাল মিডিয়ায় পাতা। অভিনয়ের পাশাপাশি পড়াশুনাতেও তিনি বেশ মেধাবী।  এসবেরও বাইরে ফ্যাশন নিয়ে বেশ সচেতন অভিনেত্রী।  সেক্সি ফিগারে বিকিনি পোজে মুহূর্তে রাতের ঘুম কেড়ে নিচ্ছেন লাস্যময়ী নুসরত।

214


সেক্সি ফিগারে বিকিনি পোজে মুহূর্তে রাতের ঘুম কাড়ছেন লাস্যময়ীরা। সেই তালিকায় রয়েছেন বলিউডের নুসরত ভরুচা।  বলিউড অভিনেত্রী নুসরত ভরুচা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা পাকিয়ে নিয়েছেন। 'সোনু কে টিটু কি সুইটি', 'ড্রিম গার্ল' ছবিগুলি করেই দর্শকমহলে নিজের জায়গা করে নিয়েছেন। 

314

 সোশ্যাল মিডিয়ায় কীভাবে ফ্যানেদের ধরে রাখতে হয় তাতে বেশ সিদ্ধহস্ত নুসরত ভরুচা। ফ্ল্যাট অ্যাবস টোনড ফিগারে ভক্তদের পাগল করে দিচ্ছেন বলি নায়িকা। অনাবৃত উরু, চাবুক ফিগারে নুসরত যেন আগুনে কন্যা। প্রতিটি ছবি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

414


বলিউডের সেক্সিয়েস্ট অভিনেত্রী নুসরত ভরুচাকে নিয়ে উন্মাদনার শেষ নেই বি-টাউনে। বিকিনি হোক কিংবা স্টাইলিশ পোশাকে রীতিমতো ঝড় তুলতে সিদ্ধহস্ত নুসরত ভরুচা। সেক্সি ফিগারে বলিউডের টপমোস্টদের বলে বলে টেক্কা দেন নুসরত ভরুচা।

514


নিজের সোশ্যাল মিডিয়ায় ফ্ল্যাট অ্যাবস টোনড ফিগারের একগুচ্ছ ছবি শেয়ার করেছেন বলি নায়িকা। অনাবৃত উরু, চাবুক ফিগারে নুসরত যেন আগুনে কন্যা। প্রতিটি ছবি দুরন্ত গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় ।

614


 কাটাছেড়া পোশাকে নুসরতের শরীরী নেশায় কালঘাম ছুটছে ভক্তদের। প্রতিটি ছবিই নেটদুনিয়ায় দুরন্ত গতিতে ছড়িয়ে পড়েছে। স্বচ্ছ বক্ষ আবরণীতে উঁকি মারছে ক্লিভেজ। নুসরতের টোনড ফিগারে চোখ আটকে রয়েছে ভক্তদের।

714

বি-টাউনের হট অভিনেত্রীদের তালিকায় ইতিমধ্যেই নুসরত ভরুচা  দাঁপিয়ে বেড়াচ্ছেন। স্বল্প পোশাকে নেটদুনিয়ায় হামেশাই ঝড় তোলেন বলি ডিভা। । উন্মুক্ত বক্ষের ভাঁজে কিংবা নিতম্বের উষ্ণ আবেদন -সবেতেই উষ্ণতার পারদ চড়াচ্ছেন  নুসরত ভরুচা । 

814

নাভির নীচ থেকে উরুর ভাঁজের সুবিশাল ট্যাটুতেই যৌনতা যেন ঠিকরে বেরোচ্ছে নুসরতের  । সেক্সি ফিগারের ভাঁজেই চোখ আটকে নেটিজেনদের। বিকিনির থেকে তার ট্যাটুই অনেক বেশি নজর কেড়েছে। সাধারণ জায়গায় ট্যাটু নয়, বরং উরুর ভাঁজ থেকে  ডানা মেলা  ট্যাটু শরীরের গোপন জায়গায় বিস্তৃত হয়েছে।

 

914

বলিউডেও দাপিয়ে কাজ করছেন নুসরত। বলিউড অভিনেত্রী নুসরাত ভরুচা ইতিমধ্যেই বেশ জনপ্রিয়। মাত্র কয়েকটি সিনেমা করেই বলিউডের নিজের জায়গা পাকিয়ে নিয়েছন। 'সোনু কে টিটু কি সুইটি', 'ড্রিম গার্ল' ছবিগুলি করেই দর্শকমহলে নিজের জায়গা করে নিয়েছেন। 

1014


শরীরী প্রদর্শন, খুল্লামখুল্লা চুম্বন এসব তো অনেক হয়েছে। এবার নাকি মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রি করবে নুসরত ভরুচা। অনেকের কথাটা শুনে চোখ কপালে উঠেছে। কিন্তু এটাই সত্যি।  এবার প্রকাশ্য রাস্তায় ঘুরে কিংবা মেডিক্যাল স্টোরে গিয়ে কন্ডোম বিক্রি করতে চলেছেন নুসরত। 

1114


 বাস্তবে না হলেও রূপোলি পর্দার দৌলতে এমন কাজই করতে চলেছেন এই বলি নায়িকা। সম্প্রতি নুসরতের আসন্ন ছবির 'জনহিত মে জারি' টিজার ও অফিসিয়াল পোস্টার সামনে এসেছে, যেখানে কন্ডোম সেলস এক্সিকিউটিভের চরিত্রে দেখা যাবে নুসরতকে, যা নিয়ে জোর চর্চা চলছে।'জনহিত মে জারি'-র টিজার  প্রকাশ্যে আসতেই কটাক্ষের মুখে পড়েছেন নুসরত ভরুচা। 

1214


 নুসরত ভরুচার আসন্ন ছবি 'জনহিত মে জারি'-র টিজার প্রকাশ্যে আসতেই  অনেকেই নুসরতের সঙ্গে সহবাসের ইচ্ছা প্রকাশ করেছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ আবার ছবি মুক্তির আগেই ডি গ্রেড বলে তকমা দিয়েছেন। আপাতত এই ছবিকে নিয়ে সমালোচনার শিকার হয়েছেন নুসরত ।

1314

 

পরিচালক রাজ সান্ডিল্য পরিচালিক একেবার ভিন্ন চরিত্রে দেখা যাবে নুসরত ভরুচাকে।  'প্যায়ার কা পাঞ্চনামা'-খ্যাত অভিনেত্রী 'জনহিত মে জারি'-  ছবিতে কন্ডোম সেলস এক্সিকিউটিভের চরিত্রে অভিনয় করতে চলেছেন।

1414


পরিচালক রাজ জানিয়েছেন,ছোট শহরের একটি মেয়ের চরিত্রে দেখা যাবে নুসরতকে। অনেকদিন ধরেই সে চাকরির খোঁজ করতে থাকে। আর তখনই নামী কোম্পানীর কন্ডোম এক্সিকিউটিভ হওয়ার খোঁজ আসে। তবে শুধু মেডিক্যাল স্টোরে কন্ডোম বিক্রিই নয়,  বিভিন্ন এলাকায় কন্ডোম ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কেও সচেতনতার পাঠ শেখাবেন নুসরত ভরুচা। যৌনতার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত কন্ডোম।  এবং সমাজের কাছে এই ট্যাবু ভাঙতে গিয়ে নানারকম বাঁধার মুখে পড়বেন নুসরত। 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos