Janhvi Kapoor : উপচে পড়ছে সুডৌল স্তনের খাঁজ, 'Big Size' নিতম্বে শরীরী মোচড় জাহ্নবীর



বলিউডে  শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় আজ প্রতিষ্ঠিত হয়েছেন জাহ্নবী কাপুর। মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে।  সেক্সি ফিগারকেও হার মানাচ্ছে তার বিগ সাইজ নিতম্ব। 

Riya Das | Published : Dec 2, 2021 8:35 AM / Updated: Dec 02 2021, 08:48 AM IST
110
Janhvi Kapoor : উপচে পড়ছে সুডৌল স্তনের খাঁজ, 'Big Size' নিতম্বে শরীরী মোচড় জাহ্নবীর

শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর সর্বদাই যেন  সোশ্যাল মিডিয়ার লাইমলাইটে চলে আসছেন। নেটিজেনরা বলছেন মায়ের দেখানো পথকেই যেন অনুসরণ করে হেঁটে চলেছেন শ্রীদেবী কন্যা জাহ্নবী (Janhvi Kapoor) । তবে মায়ের দৌলতে নয়, শ্রীদেবী কন্যা হিসেবে বি-টাউনে পরিচিত হলেও সম্পূর্ণ নিজের দক্ষতায় তিনি  আজ প্রতিষ্ঠিত। 
 

210


মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী (Janhvi Kapoor) যেন নেটদুনিয়ার হট সেনসেশনে। একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী ।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা।

310

সোশ্যাল মিডিয়া লাইমলাইটে থাকতে বলি অভিনেত্রীরা  কিছু না কিছু করেই থাকে। এবার সেই তালিকায় নয়া সংযোজন জাহ্নবী কাপুর। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে মারকাটারি চাবুক ফিগার, মেদহীন কটিদেশ, শ্রীদেবী কন্যা জাহ্নবী যেন নেটদুনিয়ার হট সেনসেশন (Janhvi Kapoor) ।

410


একের পর এক বোল্ড ফোটোশ্যুটে পুরুষদের রাতের ঘুম কাড়তে সিদ্ধহস্ত  জাহ্নবী। পুরোনো ইমেজ ঝেড়ে ফেলে নেটদুনিয়ার হট সেনসেশন শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) । অতিরিক্ত শরীরী প্রদর্শনে প্রথমসারির তারকাদেরও টেক্কা দিচ্ছেন শ্রী-কন্যা।

510


  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করেছেন শ্রী-কন্যা (Janhvi Kapoor) । উপচে পড়ছে ভরা যৌবন। ইন্টারনেট কাঁপছে জাহ্নবীর সেক্সি অবতারে।  সেক্সি ফিগারকেও হার মানাচ্ছে তার বিগ সাইজ নিতম্ব। 

610

 বুকচেরা বিকিনির পাশ  দিয়ে বেরিয়ে রয়েছে স্তনযুগলের একাংশ। অনাবৃত উরুতে রীতিমতো ঝড় তুললেন নায়িকা। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি শেয়ার করে যেন দ্বীপকন্যা হয়ে উঠেছেন জাহ্নবী (Janhvi Kapoor) । লাস্যময়ী অবতারে জাহ্নবীর আদায় মুগ্ধ নেটিজেনরা।

710

কখনও স্তনযুগলের একাংশ আবার কখনও অনাবৃত উরু,কখনও আবার ব্যাকলেসে, বিকিনি বেব-এর সেক্সি অ্যাটায়ারে রীতিমতো ভিড়মি খাচ্ছেন নেটিজেনরা। প্রতিটি ছবিই ভাইরাল অন্তর্জালে (Janhvi Kapoor) ।

810

বিকিনি থেকে ওয়েস্টার্ন , শাড়ি থেকে পশ্চিমী পোশাক সবেতেই ঝড় তুলছেন জাহ্নবী কাপুর। সুপার সেক্সি অবতারে বক্ষ বিভাজিকার শরীরী মোচড়ে আগুন জ্বালিয়েছেন বহুবার। তবে এবার যেন সবকিছুর উর্ধ্বে পৌঁছেছেন জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ।

910


মাত্র ২ বছর আগে বলিউডে পা দিয়ে কেরিয়ার শুরু করেছেন জাহ্নবী। বলিউডে জাহ্নবীর অভিষেক হয়েছিল 'ধড়ক' সিনেমায়। তারপর থেকেই থেমে নেই জাহ্নবী। বেশ কয়েকদিনের মধ্যে বি-টাউনের নিজের ছাপ ফেলেছেন শ্রীদেবী কন্যা (Janhvi Kapoor) ।

1010

হরর কমেডি 'রুহি'-তে শেষবারের মতোন দেখা গেছে জাহ্নবীকে। এছাড়াও রাজকুমার রাও ও বরুণ শর্মা ছবিতে অভিনয় করেছেন। আপকামিং 'দোস্তানা ২', 'তখত'-এ  দেখা যাবে জাহ্নবী কাপুর (Janhvi Kapoor) ।


 

Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos