তড়িঘড়ি করিনাকে নিয়ে হাসপাতালে ছুটলেন সইফ, কী হল সেক্সি মাম্মার, Covid আতঙ্কে বাড়ছে উদ্বেগ

দ্বিতীয়বার ফুটফটে পুত্র সন্তানের  মা হয়েছেন বলি অভিনেত্রী করিনা কাপুর খান।  এখন ৩ থেকে ৪  সইফিনা।  সন্তান জন্ম দেওয়ার পর থেকেই পাপারাৎজিদের চোখ এড়িয়ে রেখেছেন ছোট্ট একরত্তিকে। আসলের তৈমুরের বেলায় যে ভুলটা করেছেন সেটা আর করতে চান না করিনা। কোভিড আতঙ্কের মধ্যেই হাসপাতালে ছুটলেন সইফ-করিনা। ক্লিনিকের বাইরে সইফের সঙ্গে  করিনাকে দেখা মাত্রই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিও, ফের  নয়া উদ্বেগ বাড়ছে সইফিনাকে নিয়ে।

Riya Das | Published : Apr 23, 2021 12:27 PM IST / Updated: Apr 23 2021, 05:59 PM IST
18
তড়িঘড়ি করিনাকে নিয়ে হাসপাতালে ছুটলেন সইফ, কী হল সেক্সি মাম্মার, Covid আতঙ্কে বাড়ছে উদ্বেগ

প্রথম সন্তান অর্থাৎ তৈমুর যেমন পাপারাৎজির চোখের মণি,ঠিক উল্টোটাই দ্বিতীয় সন্তানের ক্ষেত্রে মেনে চলছেন করিনা কাপুর খান।

28


সন্তান জন্ম দেওয়ার দু দিনের মাথাতেই সদ্যোজাতকে নিয়ে হাসপাতাল থেকে বাড়ি ফেরার সময়েও কড়া নিরাপত্তার মধ্যে সইফিনার নতুন বাংলোয় এসেছে তৈমুরের ভাই। এখনও পর্যন্ত পাপারাৎজিদের চোখ এড়িয়েও আগলে রেখেছেন ছোট্ট একরত্তিকে।

38

আবারও শিরোনামের শীর্ষে উঠে এসেছেন বলিউডের স্টাইল আইকন করিনা কাপুর। কোভিড আতঙ্কের মধ্যেই ফের হাসপাতালে ছুটলেন সইফ-করিনা। 

48

কোভিড আতঙ্কের মধ্যেই হঠাৎ কী হল অভিনেত্রীর। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে।

58

করিনা যে হাসপাতালে ডাক্তার দেখান সেখানেই তড়িঘড়ি ছুটে গেলেন সইফিনা। কোভিডের মধ্যেই তা চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

68


ক্লিনিকের বাইরে সইফের সঙ্গে করিনাকে দেখা মাত্রই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে ভিডিও, ফের  নয়া উদ্বেগ বাড়ছে সইফিনাকে নিয়ে।
 

78

কোভিডের মধ্যে যেভাবে সারা বিশ্বে আতঙ্ক তৈরি হয়েছে, নেই অক্সিজেন, নেই বেড, হু হু করে বাড়ছে মৃত্যুর সংখ্যা। আর এর মধ্যেই সইফ-করিনার হাসপাতালে ছুটে যাওয়া নিয়েই সকলেই চিন্তিত।

88

তবে অনেকেই মনে করছেন রুটিন চেক আপের জন্য ক্লিনিকে গিয়েছেন করিনা। তবে দুজনের মুখেই চিন্তার ছাপ স্পষ্ট নিয়ে গুঞ্জন দানা বেঁধেছে।
 

Share this Photo Gallery
click me!

Latest Videos