'রূপ-অভিনয়গুণ চলে গেলে এসবই করতে হয়', বক্ষবিভাজিকা দেখিয়ে মালাইকার পোস্টে ট্রোলের বন্যা

বয়স ৫০ ছুঁই ছুঁই, তবে গ্ল্যামারের ঝলক প্রতিটা পদে পদে মালাইকাকে সেরার সেরা করে রেখেছে। এখনও নতুন প্রজন্মকে টেক্কা দিয়ে একের পর এক ফ্যাশন ম্যাগাজিনের প্রথম পাতায় জায়গা করে নিচ্ছেন মালাইকা আরোরা। ঝড়ের গতীতে সেই পোজ ভইরাল। এবার বক্ষবিভাজিকায় নেটমহলে ঝড় তুলে তাক লাগালেন অর্জুন প্রেমিকা। 

Jayita Chandra | Published : Feb 7, 2022 11:44 AM
19
'রূপ-অভিনয়গুণ চলে গেলে এসবই করতে হয়', বক্ষবিভাজিকা দেখিয়ে মালাইকার পোস্টে ট্রোলের বন্যা

কয়েকদিন আগেই প্রেমের ভাঙন নিয়ে জল্পনা উঠেছিল তুঙ্গে। কিন্তু সেই তথ্যকেই ভুল প্রমাণ করে একের পর এক ছবি সামনে আনেন এই জুটি (Arjun Kapoor-malaika Arora)। লিভইন থেকে শুরু করে সিনে ওয়ার্ল্ড, পাশাপাশি ফ্যাশন দুনিয়ায় বোল্ড উপস্থিত, এক কথায় বলতে গেলে রঙিন এই সেলেবের জীবন। 

29

এই বয়সে কীভাবে সম্ভব নিজেকে ঠিক এতটা সুন্দর করে তোলা! যখন একের পর এক সেলেব কুইনেরা বয়সের ভারে সিনে দুনিয়া থেকে বেশ কিছুটা সরে দাঁড়াচ্ছে, ঠিক তখনই নিজেকে আরও সুন্দর করে তুলে সকলকে কড়া টক্কর দিয়ে কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন মালাইকা আরোরা। 

39

মালাইকা আরোরা বরাবরই তিনি সোশ্যাল মিডিয়ার পাতায় অ্যাক্টিভ (Social Media), একর পর এক ছবি তিনি শেয়ার করে থাকেন বোল্ড লুকে ভক্তদের জন্য। এবারও তার ব্যতিক্রম ঘটল না। বোল্ড লুকে ছবি শেয়ার করে সকলের ঘুম কাড়লেন মালাইকা আরোরা (Malaika Arora)। আর সেই ছবিতেই এখন বুঁদ নেট দুনিয়া। 

49

ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা (Malaika Arora)। স্তনযুগল প্রায় উন্মুক্ত করেই হোক কিংবা অনাবৃত উরু দেখিয়ে  আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা। 

59

বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা (Malaika Arora) যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন। এবার অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই ট্রোলের মুখে পড়লেন অভিনেত্রী। রীতিমত ট্রোল হতে হল তাঁরে, সুইমিং পুলে শুনে রয়েছে, প্রকাশ্যে বক্ষবিভাজিকা, ঝচড়ের গতীতে ভাইরাল হল নেট দুনিয়ার এই ছবি। 

69

অন্তর্বাসের  চারপাশ দিয়ে বেরিয়ে আসছে স্তনযুগল।  হট অবতারে মালাইকাকে (Malaika Arora) দেখেই ভিড়মি খেয়েছেন নেটিজেনরা। ৪৭-এ এসে সেক্সি মারকাটারি ফিগারে বহু পুরুষের রাতের ঘুম উড়াচ্ছে মালাইকা আরোরা (Malaika Arora)। দিনের পর দিন যেনও আর হট হয়ে উঠছেন বলি ফ্যাশনিস্তা। নেটমাধ্যমেও ছড়িয়ে পড়েছে মালাইকার খুল্লামখুল্লা কাটাছেঁড়া শরীরের ছবি।

79

মালাইকা আরোরার ফেস্টিভ লুকে বোল্ডনেসের ঝড়। বয়সকে তুড়ি মেরে উড়িয়ে এবার পার্টি লুকে ভাইরাল হলেন এই ডিভা। বরাবরই ফ্যাশন স্টেটমেন্টে ঝড় তোলেন মালাইকা আরোরা, এবারও তার ব্যতিক্রম হল না, হাই থাই স্লিভে বোল্ড মালাইকাকে দেখে ঘুম উড়ল ভক্তমহলের।  

89

মালাইকা আরোরা, এক কথায় বলতে গেলে এই সুপারস্টার কোথাও গিয়ে যেন নেট দুনিয়ায় নিজের হট লুকে ঝড় তোলায় সিদ্ধ হস্ত। একের পর এক পার্টি লুকে এখন সেলিব্রেশন মরসুমে ভাইরাল তিনি। ঝড়ের বেগে ছড়িয়ে পড়া সেই ছবিতেই বুঁদ নেটপাড়া। তবে এবার রীতিমত হতে হল কটাক্ষের শিকার। 

99

সোশ্যাল মিডিয়ার পাতায় চোখ রাখলেই মালাইকার সাহসী ছবি চোখে পড়ে, তাতেই আপত্তি, এক শ্রেণীর নেটনাগরিকের। মালাইকা আরোরার কমছে কদর, ট্রোলারদের কথায়, অভিনয়গুণ বা রূপ কমে গেলে এই সবের আশ্রয়ই টিকে ঠাকতে হয়, কেউ আবার এই ধরনের পোজের জন্য রীতিমত কুমন্তব্য করতেও পিছু পা হলেন না। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos