সব কাজ ছেড়ে আচমকা নিউ ইয়র্কে কী করছেন মালাইকা, লাস্যময়ীর ছবিতে কাঁপছে নেটপাড়া

বয়স প্রায় ৫০-এর কোটায়। এই বয়সেও মারকাটারি চাবুক ফিগারে পুরুষদের রাতের ঘুম উড়াচ্ছেন মালাইকা আরোরা। হাই থাই স্লিটে উপচে পড়ছে ভরা যৌবন, কখনও আবার সেক্সি ডিপ লো-নেকেও সাংঘাতিক ঝুঁকি নেন মালাইকা ( Malaika Arora)। অতিরিক্ত শরীরী প্রদর্শন করতে গিয়েই একাধিকবার ট্রোলের মুখে পড়লেও ফ্যাশন স্টেটমেন্টে নিয়মিত ঝড় তুলছেন মালাইকা। আচমকাই মুম্বই ছেড়ে নিউইয়র্ক পাড়ি দিলেন মালাইকা আরোরা। তবে নিউইয়র্কে কী করছেন মাল্লা তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা। আসলে ছেলে আরহানকে বড্ড মিস করছিলেন মালাইকা। নিউইয়র্কে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মালাইকার ছেলে  আরহান। ছেলে আরহানকে দেখতেই সব কাজ ফেলে নিউইয়র্কে ছুটলেন বলি অভিনেত্রী। সেখানে গিয়েই  বিদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ালেন অভিনেত্রী।  সম্প্রতি সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা আরোরা। যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।

Riya Das | Published : Mar 20, 2022 11:56 AM
19
সব কাজ ছেড়ে আচমকা নিউ ইয়র্কে কী করছেন মালাইকা,  লাস্যময়ীর ছবিতে কাঁপছে নেটপাড়া

মালাইকা আরোরাকে নিয়ে সর্বদাই নেটপাড়ার পারদ তুঙ্গে। নিজেকে ঢেকে রাখতে নারাজ অভিনেত্রী। লাইমলাইটে কীভাবে থাকতে হয় তা মনে হয় মালাইকার থেকে ভাল আর কেউ জানে না। আর এই কারণেই বলিউডের অন্যতম ফিটনেস ফ্রিক অভিনেত্রী মালাইকা আরোরা ( Malaika Arora)সবসময়েই শিরোনামে রয়েছেন।
 

29

আচমকাই মুম্বই ছেড়ে নিউইয়র্ক পাড়ি দিলেন মালাইকা আরোরা। তবে নিউইয়র্কে কী করছেন মাল্লা তা জানার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা। আসলে ছেলে আরহানকে বড্ড মিস করছিলেন মালাইকা ( Malaika Arora)। নিউইয়র্কে আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন মালাইকার ছেলে  আরহান।
 

39

 ছেলে আরহানকে দেখতেই সব কাজ ফেলে নিউইয়র্কে ছুটলেন বলি অভিনেত্রী। সেখানে গিয়েই  বিদেশের আনাচে-কানাচে ঘুরে বেড়ালেন অভিনেত্রী।  সম্প্রতি সেই ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন মালাইকা আরোরা ( Malaika Arora)। যা মুহূর্তে ভাইরাল হয়েছে নেটপাড়ায়।
 

49

মালাইকাকে ( Malaika Arora) কখনও নিউ ইয়র্কের রাস্তায় আবার কখনও মেট্রোপলিটন মিউজিয়াম অফ আর্ট-এর সামনে দেখা গেছে। প্রতিটা ছবি নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
 

59


ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে,  নিউ ইয়র্কের রাস্তায় একমনে হেঁটে চলেছেন আরহান। তার পিছন থেকে ছবিটি তুলেছেন মালাইকা ( Malaika Arora) । ছবির ক্যাপশনে লাল হৃদয়ের ইমোজি দিয়ে রিইউনাইটেড শব্দটি লিখেছেন মালাইকা আরোরা।
 

69


ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে,  নিউ ইয়র্কের রাস্তায় একমনে হেঁটে চলেছেন আরহান। তার পিছন থেকে ছবিটি তুলেছেন মালাইকা ( Malaika Arora) । ছবির ক্যাপশনে লাল হৃদয়ের ইমোজি দিয়ে রিইউনাইটেড শব্দটি লিখেছেন মালাইকা আরোরা।
 

79

নিজের স্নাতক স্তরের পড়াশোনা করতেই নিউ ইয়র্ক  রয়েছেন আরহান খান। গত বছর ডিসেম্বর মাসে শীতকালীন ছুটি কাটাতে দেশে ফিরেছিলেন আরহান খান। তখনও ছেলেকে বিমানবন্দরে আনতে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা ( Malaika Arora)ও স্বামী আরবাজ খান।

89

বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরা যেন প্রতিনিয়তই ফ্যাশনে ঝড় তুলছেন।  স্তনযুগল উন্মুক্ত করেই হোক কিংবা অনাবৃত উরু দেখিয়ে  আবার কখনও নিতম্ব বার করে, ফ্যাশন স্টেটমেন্ট রীতিমতো ঝড় তুলছেন মালাইকা ( Malaika Arora)। ফিটনেস, ফ্যাশন, ব্যক্তিগত জীবন এসব নিয়ে বরাবরই লাইমলাইটে রয়েছেন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা ।  সাহসী অভিনেত্রী হিসেবে বি-টাউনে তকমা রয়েছে বলি ফ্যাশনিস্তা মালাইকা আরোরার। শরীর নিয়ে খেলা করতে তিনি যে বেশ সিদ্ধহস্ত তার প্রমাণ একাধিকবার মিলেছে। 

99


মালাইকা ৪৮ এবং অর্জুন ৩৬। দুজনের বয়সের ফারাক বিস্তর। ১২ বছরের ছোট অর্জুনের সঙ্গে ৩ বছরের বেশি সময় ধরে সম্পর্কে রয়েছেন মালাইকা।  প্রকাশ্যে প্রেম জাহির করে এবার সকলের নজর কাড়লেন এই জুটি ( Malaika Arora)।  বয়সে ছোট প্রেমিকের সঙ্গে মালাইকার মাখোমাখো সম্পর্ক সকলেরই নজরে। বয়স যত বাড়ছে ততই যেন রোম্যান্টিক হচ্ছেন মালাইকা আরোরা। তার হটনেসে কুপোকাত ভক্তরা। এমনকী প্রেমিক অর্জুনও তার হটনেসে ভিড়মি খান হামেশাই। 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos