বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, সেক্সি ফিগারে ঘাম ঝরাচ্ছেন মিনিশা


বলিউডে পা রাখা মাত্রই তার শান্ত-স্নিগ্ধ হাসিমুখ নজর কাড়তে খুব বেশি সময় নেয়নি। রূপোলি পর্দার টপমোস্টদের মধ্যে পাশের বাড়ির ইমেজওয়ালা মেয়েটির রূপে মজেছিল তামাম দর্শক। মিনিশা লাম্বা, বলিউডের মিষ্টি মেয়েটির বয়স বাড়লেও তা যেন চোখেমুখে  ফুটে ওঠেনি। বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলকানি থেকে শত যোজন দূরে রয়েছেন মিনিশা লাম্বা।  ছোটবেলায় অভিনেত্রী না হয়ে সাংবাদিক হতে চেয়েছিলেন মিনিশা। তবে পরবর্তীতে বি-টাউনের গ্ল্যামার জগতেই পা রেখেছিলেন মিনিশা লাম্বা  ( Minissha lamba) । বলিউডে খুব বেশি ছবিতে অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেত্রী। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি  শেয়ার করে সোশ্যাল মিডিয়ায় উষ্ণতা বাড়িয়ে দিয়েছেন মিনিশা লাম্বা।

Riya Das | Published : Mar 24, 2022 2:46 AM IST
110
বিকিনির চারপাশ দিয়ে বেরিয়ে স্তনের একাংশ, সেক্সি ফিগারে ঘাম ঝরাচ্ছেন মিনিশা


মডেলিং দিয়ে কেরিয়ারের শুরু। এবং মডেলিং করতে করতেই অভিনয়ে সুযোগ পান অভিনেত্রী ( Minissha lamba)। বিজ্ঞাপন দিয়েই নজর কেড়েছিলেন অভিনেত্রী।  ২০০৫ সালে বলিউডে আত্মপ্রকাশ ঘটেছিল মিনিশা লাম্বার। 

210

মিনিশা  লাম্বাকে নিয়ে উন্মাদনার শেষ নেই দর্শকদের।  বর্তমানে লাইট-ক্যামেরা-অ্যাকশনের ঝলকানি থেকে শত যোজন দূরে রয়েছেন মিনিশা লাম্বা।  ছোটবেলায় অভিনেত্রী না হয়ে সাংবাদিক হতে চেয়েছিলেন মিনিশা। তবে পরবর্তীতে বি-টাউনের গ্ল্যামার জগতেই পা রেখেছিলেন মিনিশা লাম্বা। তারপর থেকে বেশ কয়েকটি ছবিতে নজর কেড়েছিলেন মিনিশা লাম্বা ( Minissha lamba)।

310

মিনিশা লাম্বা ( Minissha lamba) এক সাক্ষাৎকারে জানান, চলচ্চিত্র জগতে আসার আগে তাকে অনেক লড়াই করতে হয়েছিল। অভিনেত্রী জানিয়েছিলেন যে, তিনি যখন মুম্বাইতে এসেছিলেন তখন তিনি একেবারে নতুন ছিলেন। চলচ্চিত্র জগৎ থেকে দূর-দূরান্তে চেনা জানা কেউ ছিল না মিনিশার। 

410


মিনিশা ( Minissha lamba) আরও জানান,  তিনি যখন মুম্বাইতে আসেন, তখন তিনি একটি পিজিতে থাকতেন।  একদিন পিজির মালিকের স্ত্রী তার বিরুদ্ধে চুরির অভিযোগ আনেন। আলমারি থেকে পাঁচ টাকা চুরির অভিযোগ আনা হয় মিনিশার বিরুদ্ধে। আমার বিরুদ্ধে চুরির অভিযোগ ওঠার পর আমি খুবই ভেঙে পড়েছিলাম এবং সেই পিজি ছেড়ে ছোট ঘরে ভাড়া নিয়েছিলাম। পরে তিনি সেই টাকা পেয়ে নিজের ভুল বুঝতে পেরেছিলেন।
 

510

বলিউডে খুব বেশি ছবিতে অভিনয় না করলেও সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিজের জনপ্রিয়তা ধরে রেখেছেন অভিনেত্রী ( Minissha lamba)। অভিনেত্রীর শরীরী উষ্ণতায় কাত হয়েছেন নেটিজেনরা। একাধিক ছবিতে অভিনয় করে ভক্তদের মনে নিজেদের জায়গা পাকিয়ে নিয়েছেন মিনিশা। 

610


একাধিক প্রথমসারির বিজ্ঞাপনের জনপ্রিয় মুখ মিনিশা লাম্বা( Minissha lamba)। ক্যাডবেরি, হজমোলা, এয়ারটেল, এলজি এবং সানসিল্কের মতো ব্র্যান্ডে দেখা গিয়েছে মিনিশা লাম্বাকে। ২০১৫ সালে নাইটক্লাবের মালিককে বিয়ে করে সকলকে চমকে দিয়েছিলেন মিনিশা লাম্বা । কিন্তু সেই সম্পর্ক বেশিদিন টেকেনি। ২০২০ সালে তাদের দুজনের বিবাহ বিচ্ছেদ হয়ে যায়।   

710

বর্তমানে চুটিয়ে প্রেম করছেন বলিউডের 'বচনা এ হাসিনো' অভিনেত্রী ( Minissha lamba)।  বর্তমানে নতুন প্রেমিককে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন মিনিশা। নিজেদের সম্পর্কের আনুষ্ঠানিক ঘোষণা করেছেন অভিনেত্রী।  বয়ফ্রেন্ডের  জন্মদিনে ঘনিষ্ঠ চুমুতে ভরিয়ে দিয়েছেন নায়িকা। জন্মদিনের উপহার হিসেবে আদরে চুমুতে শিরোনামে উঠে এসেছেন বলি অভিনেত্রী মিনিশা।

810

পার্টি থেকে খাওয়া-দাওয়া , ডিনার ডেট থেকে ট্রাভেল সবকিছুই একসঙ্গে করছেন মিনিশা ও তার প্রেমিক। আকাশ মালিক,  বিনোদন জগতের কোনও মানুষ নয় অভিনেত্রীর বয়ফ্রেন্ড। বরং ফ্ল্যাশের ঝলকানি থেকে অনেকটাই দূরে নিজের ব্যক্তিগত জীবন চুটিয়ে উপভোগ করছেন মিনিশা লাম্বা  ( Minissha lamba)।  

910

বয়স বাড়লে মনটা যেন ছোটই রয়ে গেছে। সোশ্যাল মিডিয়ায় ফ্যানেদের নজর আটকে রাখতে একের পর এক ছবি শেয়ার করছেন মিনিশা। ফিটনেসের দিক থেকে এখনও যে কাউকে টক্কর দিতে পারেন মিনিশা ( Minissha lamba) । বয়স যেন বাড়ার বদলে ক্রমশ কমছে। শেষবারের মতো ২০১৭ সালে মিনিশাকে বড়পর্দায় দেখা গিয়েছে। 

1010

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ দিচ্ছেন মিনিশা। শরীরী উষ্ণতায় লাস্যময়ীর প্রতিটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। দীর্ঘদিন পর বড়পর্দায় ফিরছেন মিনিশা। সঞ্জয় দত্তের 'ভূমি' ছবি দিয়েই বলিউডে নতুন ইনিংস শুরু করতে চলেছেন নায়িকা ( Minissha lamba)। 

Share this Photo Gallery
click me!

Latest Videos