নিতম্ব থেকে ক্লিভেজ, বিয়ের আগে হটপোজে ভক্তদের ঘুম কাড়ছেন মৌনি
টেলিভিশনের জনপ্রিয় নাগিন চরিত্রে অভিনয় থেকেই পথ চলা শুরু তবে থেকেই বিপুল সংখ্যতক ভক্ত। মৌনির মাঝে মধ্যেই হট পোস্ট নেট পাড়ায় হয়ে ওঠে ভাইরাল। বিকিনিতে যেন তিনি পার্ফেক্ট, একাধিক ছবিতে মেলে প্রমাণ।
Jayita Chandra | Published : Apr 5, 2021 2:49 AM IST / Updated: Apr 05 2021, 09:08 AM IST
বডি শেমিং নিয়ে একাধিক তারকাকে একাধিকবার প্রশ্নের মুখে পড়তে হয়। তবে মৌনি সেই তালিকা থেকে বাদই থেকেছেন।
যেই পোশকই পরুন না কেন তিনি, তাতেই যেন পার্ফেক্ট। হট লুক থেকে শুরু করে হট পোজ। মুহূর্তে তিনি হয়ে ওঠেন ভাইরাল।
মৌনির সেই ছবিই ধরা পড়ে ক্যামেরার ফ্রেমে। বিকিনিতে যেন ডানা কাটা পরী। পার্ফেক্ট বডি শেপ নিয়ে একাধিকবার প্রশংসিতও হন তিনি।
মাঝে মধ্যেই বলিউডে ছবি করে আবার অভিনয় দক্ষতারও জানান দেন তিনি। তবে মডেলিং-ই যেন তাঁর জন্য সেরা।
কখনও ট্রিপে ঘুড়তে গিয়ে সমুদ্র সৈকতে ভাইরাল হয়ে ওঠেন তিনি। পরনে সেই হট লুকের বিকিনি।
আবার কখনও সুইমিং পুল থেকে নজর কাড়া পোজ, যা মুহূর্তে সকলের নজর কাড়ে। পার্ফেক্ট বডিতে টেক্কা দিতে সিদ্ধ হস্ত মৌনি।
যদিও মৌনির এই সাইজ জিরোতেই মুগ্ধ সকলে। আর মৌনির ইনস্টা পোস্টই তাই ভরে ওঠে অন্তর্বাসের হট লুকে।
ঝড়ের বেগে হয়ে ওঠে তাঁর পোস্ট ভাইরাল। সোশ্যাল মিডিয়ায় পাতা যেন এক কথায় ববলতে গেলে পোর্ট ফোলিও।
বেডরুম থেকে শুরু করে একাকি ঘরে হট লুকে সেলফি, মৌনির ফ্রেম মানেই ঘাম ঝড়বে ভক্তদের।
কিছু দিনের মধ্যেই তিনি বসতে চলেছেন বিয়ের পিঁড়িতে, এখন সেই দিকেই নজর মৌনির। ব্যস্ত প্রস্তুতিতে।