Shilpa-Raj : পর্ন বিতর্ক অতীত, চামুন্ডা মন্দিরে শিল্পার হাত ধরে প্রথমবার ধরা দিলেন রাজ

পর্নকান্ডে গ্রেফতার হওয়ার পর প্রায় ২ মাস পর জামিন পেয়েছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল পর্নকান্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রাকে।  তারপর থেকে সেভাবে আর দেখা যায়নি রাজকে। বিতর্ক এড়াতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও মুছে ফেলেন রাজ। জামিন পাওয়ার পর এই প্রথমবার শিল্পার সঙ্গে দেখা গেল স্বামী রাজ কুন্দ্রাকে। শিল্পার  হাত ধরেই মন্দিরে পুজো দিতে গিয়ে টুইনিং হলুদ পোশাকে নজর কাড়লেন রাজ কুন্দ্রা।

Riya Das | Published : Nov 10, 2021 9:07 AM / Updated: Nov 10 2021, 09:10 AM IST
18
Shilpa-Raj : পর্ন বিতর্ক অতীত, চামুন্ডা মন্দিরে শিল্পার হাত ধরে প্রথমবার ধরা দিলেন রাজ

১৯ জুলাই স্বামী রাজ কুন্দ্রার পর্নোগ্রাফির (Pornography) শুটিংয়ের ঘটনায় গ্রেফতার হওয়ার পর থেকেই  মানসিকভাবে বিধ্বস্ত ছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। রাজের (Raj kundra) গ্রেফতারির পর থেকেই  নিজেকে মিডিয়া থেকে প্রায় গুটিয়ে নিয়েছিলেন শিল্পা শেট্টি। 

28

পর্নকান্ডে গ্রেফতার হওয়ার পর প্রায় ২ মাস পর জামিন পেয়েছিলেন বলি অভিনেত্রী শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা। ৫০ হাজার টাকা বন্ডের বিনিময়ে মুক্তি দেওয়া হয়েছিল পর্নকান্ডে অভিযুক্ত রাজ কুন্দ্রাকে।  তারপর থেকে সেভাবে আর দেখা যায়নি রাজকে (Raj Kundra)। বিতর্ক এড়াতে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টও (Social Account) মুছে ফেলেন রাজ কুন্দ্রা।

38

তবে দীর্ঘদিন জেলবন্দি থাকার পর রাজের (Raj Kundra)সঙ্গে সম্পর্কের সমীকরণটা অনেকটাই বদলেছে। অবশেষে স্বামীর জামিনে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন শিল্পা শেট্টি। শেষমেষ পর্নোগ্রাফি বিতর্ক ঝেড়ে  'সুপার ডান্সার ৪'-এর (Super dancer 4)সেটে ফিরেছেন শিল্পা শেট্টি (Shilpa Shetty)। 

48


জামিন পাওয়ার পর এই প্রথমবার শিল্পার (Shilpa Shetty) সঙ্গে দেখা গেল স্বামী রাজ কুন্দ্রাকে। সম্প্রতি বলি অভিনেত্রী শিল্পা শেট্টির হিমাচল ট্রিপ ভাইরাল হয়েছে যেখানে শিল্পার (Shilpa Shetty) হাত ধরেই মন্দিরে পুজো দিতে গিয়ে টুইনিং হলুদ পোশাকে নজর কাড়লেন রাজ কুন্দ্রা।

58

হলুদ রঙের সালোয়ার কামিজ, মাথায় দোপাট্টা জড়িয়েই নজর কেড়েছেন শিল্পা শেট্টি। এবং হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা রঙের চোস্তায় দেখা গিয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। দীর্ঘদিন বাদে ম্যাচিং পোশাকে নজর কাড়লেন বলিপাড়ার এই তারকা দম্পতি।

68

হলুদ রঙের সালোয়ার কামিজ, মাথায় দোপাট্টা জড়িয়েই নজর কেড়েছেন শিল্পা শেট্টি। এবং হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা রঙের চোস্তায় দেখা গিয়েছে শিল্পার স্বামী রাজ কুন্দ্রাকে। দীর্ঘদিন বাদে ম্যাচিং পোশাকে নজর কাড়লেন বলিপাড়ার এই তারকা দম্পতি।

78


নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হিমাচল ট্রিপের একাধিক ছবি ও ভিডিও শেয়ার করেছেন শিল্পা শেট্টি । যেখানে ছেলে ভিয়ান এবং মেয়ে সামিশাকে দেখা গেছে। কিন্তু স্বামী রাজের সঙ্গে কোনও ছবিতেই নজর কাড়েননি শিল্পা শেট্টি।

88

হিমাচলের দুই সতী পিঠ জ্বালাজী দেবী ও মা চামুন্ডা দেবীর মন্দিরেই (Chamunda Temple) পুজো দিতে গিয়েছিলেন শিল্পা শেট্টি (Shilpa Shetty) ও রাজ কুন্দ্রা (Raj Kundra)।  নিরাপত্তার ঘেরাটোপেই মন্দিরে প্রবেশ করেছিলেন তারা। তখনই একসঙ্গে দেখা গিয়েছে শিল্পা ও রাজকে।

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos