'ফ্ল্যাট অ্যাবস-সেক্সি উরুর ভাঁজ', প্রিন্টেড মনোকিনিতে বিচ লুকে 'ফ্যাশনিস্তা' সারা

'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। বাবা, দাদুর পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় নিজের আসন পাকিয়ে নিয়েছেন নবাবকন্যা। নেটপাড়ার হট সেনসেশন  এখন মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত। শরীরী উষ্ণতা মাখানো একের পর এক ছবিই নেটদুনিয়ার 'হটকেক'।

Riya Das | Published : Jan 20, 2021 9:09 AM IST / Updated: Jan 20 2021, 04:10 PM IST
19
'ফ্ল্যাট অ্যাবস-সেক্সি উরুর ভাঁজ', প্রিন্টেড মনোকিনিতে বিচ লুকে 'ফ্যাশনিস্তা' সারা

সময় পেলেই পরিবারের সঙ্গে সময় কাটাতে চলে যান পতৌদির নাতনি সারা আলি খান। কিছুদিন আগেও মলদ্বীপেও মা এবং ভাইকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন সারা। ফের মলদ্বীপে ছুটি কাটাচ্ছেন সারা।

29


সূর্যের পড়ন্ত আভায় নির্জন দ্বীপে মনোকিনিতে উষ্ণতা ছড়াচ্ছেন অভিনেত্রী সারা আলি খান।

39


প্রিন্টেড মনোকিনিতে একের পর এক ছবি শেয়ার করে নেটিজেনদের নজরে রয়েছেন  নবাবকন্যা।

49

নির্জন দ্বীপে সমুদ্রের ধারে দাঁড়িয়ে একগুচ্ছ ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন 'সান কিসড নোজ।'

59

ফ্লোরাল প্রিন্টেড মনোকিনিতে অনাবৃত উরুতে উষ্ণতা যেন ঠিকরে বেরোচ্ছে। নো মেক আপ লুকে  প্রতিটি ছবিই ভাইরাল।

69


মাল্টিকালার পোশাকে বিচ লুকে ফ্যাশনিস্তা সারাকে বিন্দাস মুডে দেখা গিয়েছে।

79


কখনও উরু বার করে আবার কখনও খোলা পিঠে বিকিনি প্রদর্শন করে ফ্ল্যাট অ্যাবস টোনড ফিগারে লাস্যময়ী সারা।

89


সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয় সারা আলি খান। সূর্য ডোবার অন্তিম মুহূর্তে  ক্লিভেজের নেশায় বুঁদ হয়েছে সাইবারবাসীর।

99


মলদ্বীপের সমুদ্রের নীল জলরাশিতে বিভিন্ন পোজে ছবি তুলে নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছেন সারা আলি খান।

Share this Photo Gallery
click me!

Latest Videos