'গার্ল টু দ্য নেক্সট ডোর'-এর ইমেজ ঝেড়ে তিনি এখন 'হট সেনসেশন'। একের পর এক ছবি দিয়ে রাতারাতি নেটদুনিয়ার হট সেনসেশন হয়ে উঠেছেন পতৌদির নাতনি সারা আলি খান। বাবা, দাদুর পরিচয়ে নয়, সম্পূর্ণ নিজের দক্ষতায় নিজের আসন পাকিয়ে নিয়েছেন নবাবকন্যা। নেটপাড়ার হট সেনসেশন এখন মলদ্বীপে ছুটি কাটাতে ব্যস্ত। শরীরী উষ্ণতা মাখানো একের পর এক ছবিই নেটদুনিয়ার 'হটকেক'।