তপন মল্লিক
বলিউডের এক সুপারস্টার আরেক সুপারস্টার সম্পর্কে একসময় বলেছিলেন, তিনি নিজে তারকা হতে পেরেছিলেন একটি ছবিতে ওই সুপারস্টারের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়ে। অমিতাভ বচ্চন কথাটা বলেছিলেন রাজেস খান্না সম্পর্কে, দুজনের অভিনীত ছবিটি ছিল ‘আনন্দ’। হৃষীকেষ মুখোপাধ্যায় নির্মিত এই ছবিতে সঙ্গী ছিলেন আরও এক বাঙালি, সুরকার সলিল চৌধুরী। সুপারহিট ছবি ‘আনন্দ’-এর জন্য রাজেশ খান্না নামমাত্র পারিশ্রমিক নিয়েছিলেন। এ কথা জানা যায় ছবির চিত্রনাট্যকার গুলজারের কথা থেকে। তবে এ কথা ঠিক বলিউডে রাজেশ খান্নাই প্রথম সুপারস্টার। ষাটের দশকের শেষ থেকে শুরু করে পুরো সত্তর দশক ধরে বলিউডের সুপারস্টার ছিলেন কাকা। কেবল তাই নয় সেই সময় তাঁর কোনও প্রতিদ্বন্দি ছিল না। ষাট ও সত্তরের দশকের বলিউদকে তিনি একাই মাতিয়ে রেখেছিলেন। বর্ণাঢ্য ক্যারিয়ার, প্রেম ও বিয়ে সব দিক থেকেই আলোচিত ছিলেন এই সুপারস্টার।