করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গের ধাক্কা ভারতের অর্থনীতিতে, GDPর পূর্বাভার বদলাতে বাধ্য হল IMF
করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গে রীতিমত ধাক্কা দেশে দেশের আর্থিক বৃদ্ধির পূর্বাভাস। আন্তর্জাতিক অর্থভাণ্ডার বা আইএমএফ (IMF) তার চার মাস আগের দেওয়া পূর্বভাস বদল করতে বাধ্য হয়েছে।
IMFর পক্ষ থেকে চার মাস আগে বলা হয়েছিল ভারতে ২০২১-২২ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির পরিমাণ ১২.৫ শতাংশ হতে পারে। কিন্তু সংস্থার আর্থিক নীতি সংক্রান্ত জুনের বৈঠকেই পূর্বাভাস বদল করা হয়েছে।
নতুন পূর্বাভাসে বলা হয়েছে ২০২১-২২ অর্থবর্ষে ভারতের আর্থিক বৃদ্ধির পরিমান হতে পারে ৯.৫ শতাংশ। যা আগের তুলনায় অনেকটাই কম। তবে তৃতীয় ঢেউয়ের কারণে আর্থিক বৃদ্ধিতে প্রভাব পড়তে পারে।
IMF জানিয়েছে করোনাভাইরাসের তৃতীয় তরঙ্গের কারণে আর্থিক বৃদ্ধি আশানুরূপ নাও হতে পারে। অতিমারির প্রভাব কাটিয়ে ভারতের আর্থিক বৃদ্ধি সম্প্রসারিত হবে বলেও বিশ্ব ব্যাঙ্ক, রিজার্ভ ব্যাঙ্কসহ একাধিক আর্থিক সংস্থার পূর্বাভাব ছিল। কিন্তু ক্রমশই আশা ক্ষীন হচ্ছে।
মঙ্গলবার IMFএর থেকে বলা হয়েছে আর্থিক পুনরুদ্ধারের গতিকে মারাত্মকভাবে বাধা দিয়েছে ভারতের করোনাভাইরাসের দ্বিতীয় তরঙ্গ। সেই কারণেই ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত ভারতের আর্থিক বৃদ্ধির পূর্বভাবাস৯.৫এ নামিয়ে আনতে বাধ্য হয়েছে।
IMF এর প্রাথমিক অনুমানের থেকে ভারতের আর্থিক বৃদ্ধির হাল তিন শতাংশের বেশি কম হবে বলেও আশঙ্কা করা হয়েছে। যা বিশ্বের ক্ষেত্রে নজিরবিহীন।
পরবর্তী অর্থ বর্ষের আর্থিক প্রবৃদ্ধির বার ৮.৫ শতাংশ হবে বলেও পূর্বাভাস দেওয়া হয়েছে। অতিমারির ধাক্কায় ভারতের আত্মবিশ্বাসে চিড় ধরেছে বলেও মনে করা হচ্ছে। করোনাভাইরাসের প্রভাবে ভারতের অভ্যন্তরীন উৎপাদন ১০ শতাংশ সংকুচিত হতে পারে বলেও আশঙ্কা করা হয়েছে।
২০১৯-২০ অর্থবর্ষে ভারতের অর্থনীতি ২.৮৭ ট্রিলিয়ন ছিল। কিন্তু সেটাই চলতে অর্থবর্ষে কমে ২.৬৬ ট্রিলিয়নে এসে দাঁড়াবে। তেমনই অনুমান করা হয়েছে।
সামগ্রিকভাবে বিশ্ব অর্থনীতিও ২০২১ সালের তুলনায় ২০২২ সালে ৪.৯ শতাংশ বাড়বে বলেও আশা করা হয়েছে। ২০২১ সালে বিশ্ব অর্থনীতি বিয়ে যে পূর্বাভাস দিয়েছিল তাতেও অফসেট সংশোধন রয়েছে। বলা হয়েছে বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধার অব্যাহত রয়েছে। তবে উদীয়মান বাজার আর উন্নয়নশীল অর্থনীতির মধ্যে ব্যবধান রয়েছে।
IMF প্রধান গীতা গোপীনাথ বলেছেন ২০২১ সালের আর্থিক বৃদ্ধির পূর্বাভাসটি পূর্ব দৃষ্টিভঙ্গি থেকে অপরিবর্তিত রয়েছে। কিন্তু তার পরিকাঠামো পরিবর্তন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে একথা জানিয়েছেন তিনি।
IMF প্রধান গীতা গোপীনাথ বলেছেন ২০২১ সালের আর্থিক বৃদ্ধির পূর্বাভাসটি পূর্ব দৃষ্টিভঙ্গি থেকে অপরিবর্তিত রয়েছে। কিন্তু তার পরিকাঠামো পরিবর্তন হয়েছে। সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে একথা জানিয়েছেন তিনি।