বিজেপি-বিহীন রাজ্যগুলিতে কি সোমবার টিকাদানের সংখ্যা বাড়েনি? কিংবা, ২০ জুন টিকাদানের মাত্রা কমেনি? দুটিই হয়েছে। তবে তা স্বাভাবিকের সঙ্গে সামঞ্জস্য রেখে। যেমন, মহারাষ্ট্রে ২১ জুন ৩,৮৩,৪৯৫ ডোজ করোনা টিকা দেওয়া হয়েছে। ১৯ জুন তারা দিয়েছিল ৩,৮১,৭৬৫ ডোজ টিকা। কাজেই সোমবার হঠাৎ করে তাদের টিকাদানের সংখ্যা বাাড়েনি। আবার রবিবার, অর্থাৎ ২০ জুন, তাদের টিকাদানের পরিমাণ কমেছিল, দেওয়া হয় ১,১৩,১০৯ ডোজ। তা কিন্তু, আগের রবিবার-এর টিকাদানের পরিমাণ (৮৩,২৭৩) চেয়ে বেশি। রাজস্থান-ও ২১ জুনে মোট ৪.৪৬ লক্ষ ডোজ টিকা দিয়েছে, যা তারা গত ১১ জুনও দিয়েছিল।