রাজ্যে কোন কোন পরিষেবা বন্ধ করা হল, কী কী থাকছে খোলা - দেখে নিন এক নজরে

রাজ্যে ফের লকডাউন মতো বিধিনিষেধ জারি করা হল। প্রশাসনের তরফে একে সরাসরি লকডাউন বলা হচ্ছে না। রবিবার, ১৬ মে সকাল ৬টা থেকে জারি করা হবে এইসব বিধিনিষেধ। চলবে এক পক্ষকাল। ঠিক কী কী বিষয়ে নিষেধাজ্ঞা জারি হল, আর কী কী বিষয়কে ছাড় দেওয়া হল, দেখে নিন এক নজরে -

 

amartya lahiri | Published : May 15, 2021 8:52 AM IST
110
রাজ্যে কোন কোন পরিষেবা বন্ধ করা হল, কী কী থাকছে খোলা - দেখে নিন এক নজরে

স্কুল কলেজ অফিস আদালত

স্কুল, কলেজ, আইটিআই-সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। বন্ধ থাকবে সমস্ত সরকারি ও বেসরকারি অফিসও।

ব্যতিক্রম - জরুরী ও অত্যাবশ্যকীয় পরিষেবার অফিস

 

210

শিল্প ও কলকারখানা

সমস্ত শিল্প ও কলকারখানাও বন্ধ থাকবে।

ব্যতিক্রম - চাবাগান ও পাটকলগুলি। চা বাগানে একেকবারে ৫০ শতাংশ কর্মী এবং পাটকলে ৩০ শতাংশ কর্মী থাকবেন।

310

হাট-বাজার

বন্ধ সমস্ত শপিংমল, শপিং কমপ্লেক্স, মার্কেট কমপ্লেক্স।

ব্যতিক্রম - সকাল ৭টা থেকে ১০টা খোলা থাকবে ফল-সবজি, মুদিখানা, দুধ, রুটি, মাংস, ডিম-এর দোকান। মিস্টির দোকান খোলা সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত। ওষুধের দোকান এবং চশমার দোকান খোলা থাকবে আগের মতোই।

 

410

পরিবহন

লোকাল ট্রেন, বাস, মেট্রো পরিষেবা এবং লঞ্চ-ফেরির মতো জল পরিবহণ সমস্ত বন্ধ থাকবে। বন্ধ থাকবে অটো, ট্যাক্সি পরিষেবাও, চলতে দেওয়া হবে না ব্যক্তিগত গাড়ি।

ব্যতিক্রম - বাস, লঞ্চ-কে ছাড় দেওয়া হবে শুধু জরুরী ও অত্যাবশ্যকীয় পণ্য পরিষেবাদানকারীদের জন্য। - বিমানবন্দর ও হাসপাতাল অভিমুখী কিংবা সেখান থেকে আগত ট্যাক্সি ও অটোকেও ছাড় দেওয়া হবে।

510

জমায়েত

নিষিদ্ধ সমস্ত ধর্মীয়, রাজনৈতিক, সাংস্কৃতিক শিক্ষামূলক সমাবেশ।

ব্যতিক্রম - বিবাহের অনুষ্ঠান করা যাবে। শারীরিক দূরত্বের বিধি মেনে মাত্র ৫০ জনের জমায়েত করতে হবে। সৎকারের কাজে জমায়েতের অনুমতি দেওয়া হবে ২০ জনের।
 

 

610

ব্যাঙ্ক পরিষেবা

ব্যাঙ্ক পরিষেবা আগের মতো সারাদিন খোলা থাকবে না। ব্যাঙ্কের কাজ সাড়তে হবে সকাল ১০টা থেকে দুপুর ২টোর মধ্যে। এটিএম পরিষেবা অবশ্য সারাদিন খোলা থাকবে।

710

ক্রিড়া ও বিনোদন

বন্ধ থাকবে সমস্ত জিম, স্পা, সিনেমা হল, পার্ক, চিড়িয়াখানা, অভয়ারণ্যগুলি।  

 

810

ই-কমার্স, হোম ডেলিভারি

সমস্ত রকম পণ্যের ই-কমার্স ও হোম ডেলিভারি পরিষেবা খোলা থাকবে।

 

910

পেট্রল পাম্প, ট্রাক

পেট্রল পাম্পগুলি সব খোলা থাকলেও রাজ্যের মধ্যে ট্রাক এবং পন্যবাহী গাড়ি চলাচল করতে দেওয়া হবে না।

ব্যতিক্রম - শুধুমাত্র প্রয়োজনীয় পণ্যবাহী ট্রাক এবং গাড়িগুলি ছাড় পাবে।

 

1010

নাইট কার্ফু

রাত ৯টা থেকে সকাল ৫টা পর্যন্ত জারি থাকবে নাইট কার্ফু।

ব্যতিক্রম - শুধুমাত্র জরুরী ও অত্যাবশ্যকীয় পরিষেবার কর্মীরা ছাড় পাবেন।

Share this Photo Gallery
click me!

Latest Videos