বুকের দুধেই মিলল কোভিড-১৯'এর বিরুদ্ধে লড়াই করার মতো উল্লেখযোগ্য পরিমাণ অ্যান্টিবডি। মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে একদল গবেষক, কোভিডের টিকা পাওয়া স্তন্যদানকারী মায়েদের বুকের দুধ এবং রক্ত নিয়ে গবেষণা করেছিলেন। তাঁরা দেখেছেন, টিকা পাওয়া মায়ের বুকের দুধে উল্লেখযোগ্য পরিমাণে করোনার অ্যান্টিবডি রয়েছে, যা তাদের শিশুদের কোভিডের হাত থেকে রক্ষা করতে পারে। সম্প্রতি ব্রেস্টফিডিং মেডিসিন জার্নালে তাঁদের এই গবেষণাপত্রটি প্রকাশিত হয়েছে।