করোনাভাইরাস সংক্রান্ত গবেষণায় উঠে এল আরও একটি তথ্য। খুব সাধারণ জ্বরজালা সর্দি, কাশির ভাইরাসই কাবু করতে পারে করোনাভাইরাসকে। গবেষকরা জানিয়েছেন জ্বর, সর্দি কাশি বা গলা খুসখুল যতদিন রয়েছে ততই মাবন শরীরকে সংক্রমিত করতে পারে না করোনা ভাইরাস। মঙ্গলবার জার্নাল অব এক্সপেরিমেন্টাল মেডিসিনে প্রকাশিত গবেষণাপত্রে তেমনই দাবি করেছেন বিশেষজ্ঞকরা।