ভারত বনাম ইংল্যান্ডের (India vs England) বিরুদ্ধে প্রথম একদিনের ম্য়াচে বল হাতে রীতিমত আগুন ঝরিয়েছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ৭.৩ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৩টি মেডেন সহ ৬ উইকেট নিয়েছেন। এটিই একদিনের ক্রিকেটে বুমরার সর্বোচ্চ পারফরম্যান্স। একদিনের ক্রিকেটে ইংল্যান্ডের বিরুদ্ধে এটাই যে কোনও ভারতীয় বোলারদের সেরা পারফরম্যান্স। বুমরার আগুনে বোলিংয়ে ব্রিটিশরা কুপকাত হতেই নেট দুনিয়ায় প্রিয় তারকার ব্যক্তিগত জীবন নিয়ে জানার কৌতুহল বেড়ে গিয়েছে। বিখ্যাত ক্রীড়া সঞ্চালিকা সঞ্জনা গণেশনকে (Sanjana Ganesan) বুমরা। সোশ্যাল মিডিয়াতেও খুবই সক্রিয় সঞ্জনা। নিজের ছবি ঘনঘ শেয়ার করেন তিনি। বিকিনি (Bikini Photos) পরেও সঞ্জনার একাধিক ছবি ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। আজ আমরা আপনাদের জানাবো সঞ্জনা সম্পর্কে কিছু তথ্য ও দেখে নিন সেই সকল ছবির ঝলক।