কখনও ঠিকরে বেরোচ্ছে ক্লিভেজ, কখনও আবার উন্মুক্ত উরু, শামি পত্নী হাসিনের এই ছবিগুলি এখনও ঝড় তোলে

আইপিএল (IPL) মানেই ক্রিকেট আর বিনোদনের ককটেল। খেলার পাশাপাশি ক্রিকেটারদের বা তাদের স্ত্রীদের ব্যক্তিগত জীবন নিয়েও ক্রিকেটারদের জানার কৌতুহল কম নয়। আজ আপনাদের দেখাবো আইপিএল ২০২২ (IPL 2022) -এ গুজরাট টাইটানসের (Gujarat Titans) ক্রিকেটার মহম্মদ শামির (Mohammed Shami) স্ত্রী হাসিন জাহানের (Hasin Jahan ) এমন কিছু হট ও সেক্সি (Hot And Sexy)ছবি। যা ঝড় তুলেছিল নেট দুনিয়ায়। যার জন্য হাসিনকে হতে হয়েছে ট্রোলড।
 

Sudip Paul | Published : Mar 16, 2022 8:41 PM
113
কখনও ঠিকরে বেরোচ্ছে ক্লিভেজ, কখনও আবার উন্মুক্ত উরু, শামি পত্নী হাসিনের এই ছবিগুলি এখনও ঝড় তোলে

সোশ্যাল মিডিয়ায় বরাবরই খুবই সক্রিয় হাসিন জাহান। ঘনঘন নিজের বিভিন্ন পোজের ছবিও শেয়ার করেন তিনি। নিজের হট লকুসের ছবিও শেয়ার করেন হাসিন। যা ঝড় তোলে নেট দুনিয়ায়।

213

কখনও কখনও এমন ছবি শেয়ার করেন হাসিন যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তুমুল বিতর্কে তৈরি হয়। বিতর্ককে কোনও দিনই পাত্তা দেননি হাসিন জাহান। তিনি জারি রেখেছেন নিজের ফটো শুট ও শেয়ার।

313

সাম্প্রতিক নান সময়ে সোশ্যাল মিডিয়ায় নিজের আরও বেশ কিছু ফটো শেয়ার করেছিলে ভারতীয় ক্রিকেটারের স্ত্রী হাসিন জাহান। যেই ছবিগুলিতে বেশ হট অ্যান্ড সেক্সি লাগছে মহম্মদ শামির স্ত্রীকে। 

413

কোনও ছবিতে হট প্যান্ট ও কালো জ্যাকেট পড়ে দেখা যাচ্ছে হাসিন জাহানকে। সঙ্গে আকর্ষনীয় পোজ ও হাসি। এমন একাধিক ছবি শেয়ার করেছেন। আর তাতেই ঝড় তুলেছেন সোশ্যাল মিডিয়ায়। 

513

তবে এবারও এই ছবিগুলি শেয়াক করে ট্রোলড হয়েছেন হাসিন জাহান।  নেটিজেনদের রোষর মুখে পড়েছেন তিনি। হাসিন জাহানের ছবি তোলার ধরন নিয়েও প্রশ্ন তুলছিলেন এক নেটাগরিক।

613

মহম্মদ শামির সঙ্গে পারিবারিক বিবাদের পর মেয়েকে নিয়ে একাই থাকেন হাসিন জাহান। এই ছবিগুলি দেখার পর নেটিজেনরা অনেকেই কেন শামি তাকে ছেড়ে দিয়েছে সেই কারণ নিয়েও তোপ দেগেছেন।

713

সম্প্রতি হাসিন জাহান ইনস্টাগ্রামে তার একটি ছবি শেয়ার করেছিলেন, যেখানে তিনি ব্রালেট পড়ে উন্মুক্ত ক্লিভেজে ধরা দিয়েছিলেন। সঙ্গে  সাদা প্যান্টের সাথে একটি কালো খোলা জ্যাকেট পরে ছিলেন।

813

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া হাসিন জাহানের এই ছবিটিও বিতর্ক তৈরি করেছিল। যা নিয়ে নেটিজেনরা সমালোচনা করতেও পিছ পা হয়নি। অশালীন পোষাক পড়া নিয়েও মন্তব্য করেছেন নেটাগরিকরা।
 

913

একইসঙ্গে নিজের শাড়ি পড়া একটি ছবি শেয়ার করেছিলেন হাসিন জাহান। একেবারে হিন্দু বাঙালি ঘরোয়া বউ হিসেবে সেজে উঠেছেন হাসিন জাহান৷ হাতে শাঁখা -পলা, পরণে সাধাসিধে করে পরা হলুদ তাঁতের শাড়ি৷

1013

কোনও ছবিতে আরও ছোট পোষাকে ধরা দিয়েছেন হাসিন জাহান। যেখানে ছোট হট প্যান্টে উন্মুক্ত উরুতে ধরা দিয়েছেন হাসিন। সেই ছবিতে হাসিনকে খুব বোল্ড ও হট লাগলেও নেটিজেনরা ট্রোলড করা থেকেও বিরত হননি।

1113

সম্পূর্ণ ভিন্ন লুকসে হাসিন জাহানের এই ছবিও নেট দুনিয়ায় মুহূর্তে ঝড় তুলেছে। একইসঙ্গে ট্রোলড হয়েছেন হাসিন জাহান। নেটিজেনরা ভালো-মন্দ নানা ধরনের কমেন্ট করেন  তার ছবিতে।
 

1213

বিয়ের আগে  মডেলিং, অভিনয় ও চিয়ার লিডারের কাজের সঙ্গে যুক্ত ছিলেন হাসিন জাহান। মাঝে বিয়ের পর পেশা ছাড়লেও, শামির সঙ্গে বিবাদের পর ফের সেই পেশায় ফিরে এসেছেন হাসিন।
 

1313

তার ছবিতে যতই বিতর্ক হোক বা নেটিজেনরা তাকে যতই ভালো-মন্দ বলুক, নিজের ছবি তোলার প্যাশন থেকে কখনও পিছ পা হননি হাসিন জাহান।  ট্রোলড হলেও, তার অসংক্য ফ্যানেরা পছন্দও করেন তার বিভিন্ন রূপ।
 

Read more Photos on
Share this Photo Gallery
click me!

Latest Videos

Recommended Photos