কেমন হল ICC T20 World Cup 2021-প্রতিটি দেশের ১৫ জনের স্কোয়াড, দেখে নিন এক নজরে

কোয়ালিফায়ার পর্ব দিয়ে রবিবার ১৭ অক্টোবর থেকে ঢাকে কাঠি পড়ে গেল আইসিসি টি২০ বিশ্বকাপ ২০২১-এর (ICC T20 World Cup)। প্রথম আটটি দল সরাসরি খেলবে মূল পর্ব ও অর্থাৎ সুপার ১২-এ (Super 12)। সেই  দলগুলি ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে তাদের স্কোয়াড। ভারত (India), পাকিস্তান (Pakistan), আফগানিস্তান (Afganistan) থেকে অস্ট্রেলিয়া (Australia), ইংল্যান্ড (England), নিউজিল্যান্ড (New Zealand), দক্ষিণ আফ্রিকা (South Africa),ওয়েস্টইন্ডিজ (West Indies)- কেমন হল সবকটি দল। দেখে নিন এক নজরে।
 

Sudip Paul | Published : Oct 17, 2021 1:20 PM IST
110
কেমন হল ICC T20 World Cup 2021-প্রতিটি দেশের ১৫ জনের স্কোয়াড, দেখে নিন এক নজরে

ভারতীয় দল-
বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুল, সূর্যকুমার যাদব, ঋষভ পন্ত, ইশান কিষান, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রাহুল চাহার, রবিচন্দ্রন অশ্বিন, শার্দুল ঠাকুর, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরাহ, মহম্মদ শামি এবং ভুবনেশ্বর কুমার।    স্ট্যান্ড-বাই: শ্রেয়স আইয়ার, অক্ষর প্যাটেল,  দীপক চাহার।
 

210

পাকিস্তান দল-
বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, আজম খান (উইকেটরক্ষক), হারিস রউফ, হাসান আলি, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি, শোয়েব মাকসুদ। স্ট্যান্ড-বাই: ফখর জামান, শাহনেওয়াজ ধানি ও উসমান কাদির।

310

নিউজিল্যান্ড দল-
 কেন উইলিয়ামসন (অধিনায়ক), মার্টিন গাপটিল, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, টিম সিফার্ট (উইকেটকিপার), ইশ সোধি, টিম সাউদি, টড অ্যাস্টেল, ট্রেন্ট বোল্ট, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন। স্ট্যান্ড-বাই: অ্যাডাম মিলনে।

410

ওয়েস্ট ইন্ডিজ দল-
 কায়রন পোলার্ড (ক্যাপ্টেন), নিকোলাস পুরান (ভাইস ক্যাপ্টেন), ফ্যাবিয়ান অ্যালেন, ডোয়েন ব্র্যাভো, রোস্টন চেস, আন্দ্রে ফ্লেচার, ক্রিস গেইল, শিমরন হেতমায়ের, এভিন লুইস, ওবেদ ম্যাককয়, রবি রামপাল, আন্দ্রে রাসেল, লেন্ডল সিমন্স, ওশেন থমাস, হেডেন ওয়ালস জুনিয়র। স্ট্যান্ড-বাই: ড্যারেন ব্র্যাভো, শেলডন কটরেল, জেসন হোল্ডার, আকিল হোসেন।

510

আফগানিস্তান দল-
রশিদ খান, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটকিপার), হজরতউল্লাহ জাজাই, উসমান ঘানি, আসগর আফগান, মহম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, হাশমতউল্লাহ শাহিদি, মহম্মদ শেহজাদ (উইকেটকিপার), মুজিব উর রহমান, করিম জানাত, গুলবদিন নায়েব, নবীন উল হক, হামিদ হাসান, শরাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান, শাপুর জাদরান, কায়িস আহমেদ। স্ট্যান্ড-বাই: আফসর জাজাই, ফরিদ আহমেদ মালিক।

610

দক্ষিণ আফ্রিকা দল-
তেম্বা বাভুমা (ক্যাপ্টেন), কুইন্টন ডি’কক (উইকেটকিপার), বর্ন ফরচুইন, রীজা হেনড্রিক্স, হেনরিচ ক্লাসেন (উইকেটকিপার), কেশব মহারাজ, এডেন মার্করাম, ডেভিড মিলার, উইয়ান মাল্ডার, লুঙ্গি এনগিদি, এনরিখ নরকিয়া, ডোয়েন প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ভ্যান ডার দাসেন। স্ট্যান্ড-বাই: জর্জ লিন্ডে, আন্ডিল ফেলুকাওয়ো, লিজাড উইলিয়ামস।

710

অস্ট্রেলিয়া দল-
অ্যারন ফিঞ্চ (ক্যাপ্টেন), প্যাট কামিন্স (ভাইস ক্যাপ্টেন), অ্যাস্টন এগর, জোস হ্যাজেলউড, জোস ইংলিস, মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, মার্কাস স্টইনিস, মিচেল সোয়েপসন, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার ও অ্যাডাম জাম্পা। স্ট্যান্ড-বাই: ড্যান ক্রিশ্চিয়ান, ন্যাথন এলিস, ড্যানিয়েল স্যামস।
 

810

ইংল্যান্ড দল-
ইয়ন মর্গ্যান (ক্যাপ্টেন), মইন আলি, জনি বেয়ারস্টো, স্যাম বিলিংস, জোস বাটলার (উইকেটকিপার), স্যাম কারান, ক্রিস জর্ডন, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, আদিল রশিদ, জেসন রয়, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড। স্ট্যান্ড-বাই: টম কারান, লিয়াম ডসন, জেমস ভিনস।

910

কোয়ালিফায়ার পর্ব-
১৭ অক্টোবর থেকে শুরু হচ্ছে কোয়ালিফায়ার রাউন্ডের খেলা। যোগ্যতা অর্জন পর্বে আটটি দলকে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। 'এ' গ্রুপে রয়েছে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ড, শ্রীলঙ্কা। 'বি' গ্রুপে রয়েছে বাংলাদেশ, ওমান, পাপুয়া নিউ গিনি, স্কটল্যান্ড।  আটটি দলের কোয়ালিফায়ার পর্বের খেলার পর সেখান থেকে প্রতি গ্রুপ থেকে ২টি করে দল মোট ৪টি দল যোগ্যতা অর্জন করবে মূল পর্বের খেলায়। 

1010

২৩ অক্টোবর থেকে মূল পর্ব-
টি২০ বিশ্বকাপ ২০২১-এর মূল পর্ব অর্থাৎ সুপার ১২-এর খেলা শুরু হবে ২৩ অক্টোবর থেকে। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মেগা ম্যাচ দিয়ে ঢাকে কাঠি পড়বে মূল পর্বের খেলার। ভারতীয় দল অভিযান শুরু করবে ২৪ অক্টোবর থেকে। প্রথম ম্য়াচেই ভারতের প্রতিপক্ষ চিরপ্রতীদ্বন্দ্বী দেশ পাকিস্তান।  তার আগে, ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৮ ও ২০ অক্টোবর দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। পাকিস্তানের বিরুদ্ধে নামার আগে এই দুটি প্রস্তুতি ম্য়াচকে খুবই গুরুত্ব সহকারে দেখছে ভারতীয় টিম ম্য়ানেজমেন্ট।

Share this Photo Gallery
click me!

Latest Videos