১৬ ফেব্রুয়ারি শপথ নিচ্ছেন কেজরিওয়াল, ছবিতে ছবিতে দেখে নিন আপের সাফল্যের গাথা

দিল্লি বিধানসভা নির্বাচনে হ্যাটট্রিক করলেন অরবিন্দ কেজরিওয়াল। সেই সঙ্গে ফের বিপুল জনসমর্থন নিয়ে ফিরে এল আম আদমি পার্টি। সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই আভাস পাওয়া গিয়েছিল আপ ঝড়ের। ভোট গণনার শুরু থেকে শেষপর্যন্ট সেই ট্রেন্ড বজায় রাখল আম আদমি পার্টি। ৭০আসনের দিল্লি বিধানসভায় ৬২টিতেই জয়লভা করেছে আম আদমি পার্টির প্রার্থীরা। বিপুল ভোটে জিতেছেন দলের সুপ্রিমো অরবিন্দ কেজিরওয়াল। ১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে  শপথ পাঠ করতে চলেছেন কেজরি। ভোটে জিতে দিল্লিবাসীকে 'আই লভা ইউ' বলে বার্তা দেন কেজরিওয়াল। 
 

Sumana Sarkar | Published : Feb 12, 2020 7:22 AM IST / Updated: Feb 12 2020, 01:54 PM IST

114
১৬ ফেব্রুয়ারি শপথ নিচ্ছেন কেজরিওয়াল, ছবিতে ছবিতে দেখে নিন আপের সাফল্যের গাথা
সবকটি বুথ ফেরত সমীক্ষাতেই দিল্লি বিধানসভা ভোটে আম আদমি পার্টির জয়ের কথা বলা হয়েছিল। সেই ভবিষ্যতবাণী সত্যি করে নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬২টি আসন পেল আপ।
214
জয়ের পর জাতীয় পতাকা নিয়ে উৎসবে মাতেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা। তাকে সামিল হয়েছিলেন বিভিন্ন ধর্মের ও জাতির মানুষ।
314
ভোটে জিতে 'আই লাভ ইউ' বলে দিল্লিবাসীর প্রতি বার্তা দেন অরবিন্দ কেজরিওয়াল।
414
আপের সফল্যে অংশীদার হতে এসেছিল একটি তিন-সাড়ে তিন বছরের শিশুও। কেজিরওয়ালের মত সেজে নেট দুনিয়ায় সাড়া ফেলে দিয়েছে এই খুদে।
514
রাজিন্দর নগর থেকে বিপুল ভোটে জিতলেন আম আদমি পার্টির সুপুরুষ নেতা রাঘব চাড্ডা। আর-এর ৩৯ জন স্টার ক্যাম্পেনারের অন্যতম ছিলেন রাঘব।
614
প্রতাপগঞ্জ কেন্দ্র থেকে জিতলেন গত বিধানসভায় আপের উপমুখ্যমন্ত্রী থাকা মনীশ শিশোদিয়া। তবে বিজেপির রবীন্দর সিং নেগির সঙ্গে শেষপর্যন্ত কড়া লড়াই চলে তাঁর।
714
জেতার পর রাঘব চাড্ডাকে নিয়ে আপকর্মীদের মধ্যে উচ্ছাস।
814
সহজেই একক সংখ্যা গরিষ্ঠতা পেয়েছে আপ। ৭০ আসনের দিল্লি বিধানসভায় এবার আপের বিধায়ক সংখ্যা ৬২।
914
রাজধানী জয়ের সফল্য উদযাপনে মেতেছেন আম আদমি পার্টির কর্মী-সমর্থকরা।
1014
রাজ্যসভার আপ সাংসদ সঞ্জয় সিং শুভেচ্ছা জানাচ্ছেন জয়ের কাণ্ডারী অরবিন্দ কেজরিওয়ালকে।
1114
কেজরিওয়ালের কাটআউট নিয়ে উৎসবে মেতেছেন আপের কর্মীরা।
1214
হোলি আসতে এখনও বেশি কছুদিন বাকি রয়েছে। তার আগেই জয়ের আনন্দে অকাল হোলি খেললেন আপ কর্মীরা।
1314
ভোটে জিতে প্রকাশ্যে ভারতমাতার জয় বললেন কেজরিওয়াল। যে কাজ করবে তাঁকেই ভোট। এটাই নতুন ভারতের ভাবনা। জনসমক্ষে এসে দাবি করলেন হ্যাটট্রিক ম্যান কেজরিওয়াল।
1414
১৬ ফেব্রুয়ারি দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিতে চলেছেন অরবিন্দ কেজরিওয়াল।
Share this Photo Gallery
click me!
Recommended Photos