দেশের নানা প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে শিবরাত্রি, ছবিতে ছবিতে দেখুন মহাদেবের আরাধনা

সারা দেশে উদযাপিত হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম মহা শিবরাত্রি।  মহা শিবরাত্রি ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয়। এবছর ২১ ও ২২ ফেব্রুয়ারি দেশজুড়ে এই ব্রত উদযাপিত হচ্ছে। সকাল থেকেই বারাণসী সহ দেশের সমস্ত জায়গায় ভক্তরা ভিড় জমিয়েছেন বাবা ভোলানাথের আরাধনায়। মন্দিরে মন্দিরে শিব লিঙ্গকে বিভিন্ন রকমের দুধ, গঙ্গাজলে স্নান করান হচ্ছে।  ফুল, ফল দিয়ে চলছে অর্ঘ্য নিবেদন। উপোস করে, সারা রাত জেগে নানা আচার-অনুষ্ঠানের মাধ্যমে চলবে হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব শিবের উপাসনা। 

Sumana Sarkar | Published : Feb 21, 2020 6:39 AM IST / Updated: Feb 21 2020, 12:11 PM IST

19
দেশের নানা প্রান্তে মহাসমারোহে পালিত হচ্ছে শিবরাত্রি, ছবিতে ছবিতে দেখুন মহাদেবের আরাধনা
রাজধানী দিল্লির চাঁদনি চকেরশিব গৌরিশংকর মন্দিরে মহাদেবের আরাধনার ব্যস্ত ভক্তরা।
29
শিবরাত্রি উপলক্ষ্যে কর্ণাটকের কালাবর্গির ব্রহ্ম কুমারীর ২৫ ফুট লম্বা শিবলিঙ্গ সাজিয়ে তোলা হয়েছে ছোলা দিয়ে।
39
হিন্দু শাস্ত্রে সব ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাশিবরাত্রি।
49
সকাল থেকেই দুঘ, গঙ্গাজল দিয়ে স্নান করিয়ে চলছে শিবলিঙ্গের আরাধনা।
59
মুম্বইয়ের বাবুলনাথ মন্দিরে চলছে ‘ওঁ নমঃ শিবায়’ মহামন্ত্রের জপ।
69
শিবরাত্রি উপলক্ষ্যে কাশ্মীরের শ্রীনগরে শ্রী শঙ্করাচার্য়ের মন্দিরে উপচে পড়েছে ভক্তদের ঢল।
79
শিবরাত্রি উপলক্ষ্যে সেজে উঠেছে উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দির।
89
শিবরাত্রির জন্য আলোর সাজে সেজে উঠেছে অমৃতসরের শিব বাঘ ভাইয়ান মন্দির।
99
বারাণসীর বিখ্যাত কাশী বিশ্বনাথ মন্দিরে শিবের আরাধনায় দেশের নানা প্রান্ত থেকে এসেছেন পূণ্যার্থীদের দল।
Share this Photo Gallery
click me!
Recommended Photos