তাসের ঘরের মতো ভাঙল বর্ধমান স্টেশন ভবন, আতঙ্কে দিশেহারা যাত্রীরা

debamoy ghosh | Published : Jan 4, 2020 4:55 PM IST / Updated: Jan 04 2020, 11:03 PM IST

111
তাসের ঘরের মতো ভাঙল বর্ধমান স্টেশন ভবন, আতঙ্কে দিশেহারা যাত্রীরা
বর্ধমান স্টেশনে ঢোকার মূল প্রবেশ পথের সামনেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে মূল ভবনের একটি বড় অংশ।
211
311
ঘটনায় এখনও পর্যন্ত দু'জনের গুরুতর আহত হওয়ার খবর রয়েছে। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে। আহত একজনের অবস্থা আশঙ্কাজনক।
411
দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল, পুলিশ, আরপিএফ এবং জিআরপি। ঘটনাস্থলে পৌঁছেছে সিভিল ডিফেন্স বাহিনী এবং বিপর্যয় মোকাবিলা দল।
511
বর্ধমান স্টেশনের এই ভবনটি বহু পুরনো। ঠিকমতো রক্ষণাবেক্ষণ করা হয় না বলে অভিযোগ যাত্রীদের।
611
রেলের দাবি ধ্বংসস্তূপের নীচে কেউ আটকে নেই। যদিও ঝুঁকি না নিয়ে উদ্ধারকাজে অ্যাম্বুল্যান্স- সহ যাবতীয় ব্যবস্থা তৈরি রেখেছে রেল।
711
ঘটনার পড়েই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। স্টেশন চত্বরে ভিড় জমান বহু মানুষ।
811
বর্ধমানের মতো ব্যস্ত স্টেশনে কীভাবে মূল ভবনের রক্ষণাবেক্ষণের অভাব রেল কর্তাদের নজর এড়িয়ে গেল? ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছে রেল।
911
দুর্ঘটনার পর হেল্পলাইন নম্বর চালু করেছে রেল। সেগুলি হলো- ০৩৩২৬৪১১৬৬১, ০৩৩২৬৪১৩৬৬০।
1011
ধ্বংসস্তূপ সরানোর জন্য নিয়ে আসা হয়েছে জেসিবি মেশিন। ঘটনাস্থলে যাচ্ছেন পূর্ত দফতর, রেলের অভিজ্ঞ ইঞ্জিনিয়াররা।
1111
গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ। বর্ধমান স্টেশনের এক ও দুই নম্বর স্টেশনে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল।
Share this Photo Gallery
click me!
Recommended Photos