ক্রিসমাস ঘিরে সেজে উঠেছে বাকিংহাম প্যালেস, দেখে নিন ব্রিটিশ রাজ পরিবারের অন্দরের কিছু বিশেষ ছবি

ক্রিসমাসকে ঘিরে মেতে রয়েছে গোটা ব্রিটিশ যুক্তরাজ্য। রাজপরিবারেও লেগেছে উৎসবের হাওয়া। আলোর মেলায় সেজে উঠেছে রানি দ্বিতীয় এলিজাবেথের  প্রাসাদ বাকিংহাম প্যালেসও। প্রথা মেনে ব্রিটিশ রাজ পরিবারের চার প্রজন্ম মিলে 'রয়্যাল ব্রিটিশ লিজিওন'-এর জন্য পুডিং তৈরি করল। উইন্ডসর প্রাসাদে ক্রিসমাস উপলক্ষে বিশেষ বক্তব্য রাখলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। উইন্ডসোর প্রাসাদ এবার সাজিয়ে তোলা হয়েছে ২০ হাজারেরও বেশি আলোর মালায়। সেন্ট জর্জ হলে ক্রিসমাস ট্রি-টির দৈর্ঘ্য এবার রাখা হয়েছে ২০ ফুট। 

Sumana Sarkar | Published : Dec 24, 2019 9:28 AM IST / Updated: Dec 24 2019, 03:00 PM IST

19
ক্রিসমাস ঘিরে সেজে উঠেছে বাকিংহাম প্যালেস, দেখে নিন ব্রিটিশ রাজ পরিবারের অন্দরের কিছু বিশেষ ছবি
এক ফ্রেম রাজ পরিবারের চার প্রজন্ম। সবাই মিলে বানাচ্ছেন পুডিং। ছবিতে দেখা যাচ্ছে রানি এলিজাবেথ, যুবরাজ চার্লস, যুবরাজ ইউলিয়াম ও যুবরাজ জর্জকে। ছ'বছরের যুবরাজ জর্জ একটি পাত্রে হাতা দিয়ে পুডিংয়ের উপকরণ মেশাচ্ছে। আর এক পাশে দাঁড়িয়ে রয়েছেন বাবা প্রিন্স ইউলিয়াম, অন্য পাশে দাদু প্রিন্স চার্লস ও রানি এলিজাবেথ। সবাই মিলে খুদে 'শেফ'-এর কেরামতি দেখছেন।
29
ক্রিসমাস উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে ব্রিটিশ রাজপরিবারের প্রাসাদগুলি।
39
ক্রিসমাস উপলক্ষ্যে অন্যান্যবারের মত এবারও বিশেষ বক্তব্য রাখলেন রানি এলিজাবেথ। ২৫ ডিসেম্বর বিকেল ৩টের সময় যা সম্প্রচারিত হবে ব্রিটেনে।
49
বিখ্যাত রন্ধনশিল্পী মেরি বেরির থেকে কেক তৈরি শিখছেন ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ।
59
ব্রিটিশ রাজপরিবারের কর্মীদের জন্য বিশেষ ক্রিসমাস পার্টির আয়োজন করেছিলেন ডিউক অ্যান্ড ডাচেস অব কেমব্রিজ।
69
২০ হাজারেরও বেশি আলোতে সাজিয়ে তোলা হয়েছে উইন্ডসর প্রাসাদ।
79
রাজপ্রাসাদের কর্মীদের সঙ্গে ক্রিসমাস পার্টিতে ডাচেস অব কেমব্রিজ কেট মিডলটন।
89
ক্রিসমাস উপলক্ষ্যে সান্তা ক্লজ সেজে ভিডিও পোস্ট করলেন রাজকুমার হ্যারি
99
প্রিন্স হ্যারি ও ডাচেল অব সাসেক্স মেগান মার্কেলের সন্তান আর্চির এটাই প্রথম ক্রিসমাস।
Share this Photo Gallery
click me!
Recommended Photos