বনধের ব্যাপক প্রভাব বাংলা জুড়ে, অক্সিজেন পেল কি বাম- কংগ্রেস, দেখুন ছবিতে

debamoy ghosh | Published : Jan 8, 2020 7:18 AM IST / Updated: Jan 08 2020, 02:08 PM IST

121
বনধের ব্যাপক প্রভাব বাংলা জুড়ে, অক্সিজেন পেল কি বাম- কংগ্রেস, দেখুন ছবিতে
এ দিন সকাল থেকেই শিয়ালদহ এবং হাওড়া শাখার বিভিন্ন স্টেশনে অবরোধ শুরু হয়। ফলে আটকে পড়ে বহু লোকাল এবং দূরপাল্লার ট্রেন। সমস্যায় পড়েন যাত্রীরা।
221
সকাল থেকে বেসরকারি বাস- মিনিবাসও রাস্তায় সেভাবে বের হয়নি। সরকারি বাস থাকলেও ছিল প্রয়োজনের তুলনায় অপ্রতুল। দেখা মেলেনি ট্যাক্সি, অ্যাপ ক্যাব-এর।
321
পুলিশের সঙ্গে সরাসরি সংঘাতে জড়ান বনধ সমর্থকরা। বেহালায় এক পুলিশকর্মীকে বাইক নিয়ে যেতে বাধা এক বনধ সমর্থকের।
421
দুর্গাপুরেই লাঠি হাতে বনধ সমর্থকদের দাপাদাপি।
521
বনধে বাড়তি সুরক্ষা। হেলমেট পরে স্টিয়ারিং- এ সরকারি বাসের চালক।
621
বনধের প্রভাবে ফাঁকা ধর্মতলা মোড়। বুধবার সকালের ছবি।
721
যাদবপুর এইট বি মোড়ে বেশ কয়েকজন বনধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
821
যাদবপুর এইট বি মোড়ে বেশ কয়েকজন বনধ সমর্থককে গ্রেফতার করে পুলিশ।
921
এ দিন সকালে দমদম স্টেশনে বিক্ষোভ দেখান বেশ কিছু বনধ সমর্থক। বন্ধ করে দেওয়া হয় মেট্রো এবং লোকাল ট্রেনের টিকিট কাউন্টার। বেলার দিকে কালীঘাট স্টেশনেও মেট্রোর গেট বন্ধ করে দেন বনধ সমর্থকরা।
1021
দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বনধ সমর্থকদের।
1121
বনধের মধ্যেও অবশ্য মোটের উপর স্বাভাবিক ছিল কলকাতা বিমানবন্দর। তবে ট্যাক্সি, অ্যাপ ক্যাব-এর অভাবে বিমানবন্দরে পৌঁছতে বা বিমান থেকে নেমে অসুবিধায় পড়েছেন যাত্রীরা।
1221
বনধের মধ্যেই এ দিন সকালে হৃদয়পুর এবং বারাসত স্টেশনের কাছে রেল লাইনের উপরে বোমা উদ্ধার হয়। আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
1321
বাঁকুড়াতে ব্যাঙ্ক-এর গেট থেকে এসইউসিআই সমর্থকদের সরিয়ে দেওয়ার চেষ্টা পুলিশের।
1421
হাওড়া শাখায় রেল লাইনের উপরে লোহার পাত ফেলে ট্রেন আটকানোর চেষ্টা। লাইন পরিষ্কার করছে রেল পুলিশ।
1521
দুর্গাপুরে গাড়ি ভাঙচুর বনধ সমর্থকদের।
1621
বনধের ব্যাপক প্রভাব পুরুলিয়াতে। বন্ধ দোকানপাট।
1721
কলকাতা সহ জেলার একাধিক জায়গায় হয় পথ অবরোধ। বেহালার চোদ্দ নম্বর বাসস্ট্যান্ডে এসইউসিআই-এর অবরোধ।
1821
ধর্মঘটের সমর্থনে পূর্ব মেদিনীপুরের মেচেদায় এসইউসিআই-এর পথ অবরোধ।
1921
দক্ষিণ চব্বিশ পরগণার নুঙ্গি, মগরাহাট, চম্পাহাটি, ডায়মন্ড হারবার সহ একাধিক জায়গায় রেল অবরোধ হয়।
2021
দুর্গাপুরে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ বনধ সমর্থকদের।
2121
বনধে স্বাভাবিকই ছিল জলপাইগুড়ির চা বাগানগুলি।
Share this Photo Gallery
click me!
Recommended Photos