এপিজে আব্দুল কালাম বলেছিলেন, দেওয়ার মতো ইচ্ছে থাকতে হবে, ভিন্ন ভাবনা পোষণের মতো উৎসাহ থাকতে হবে, আবিষ্কারের নেশা থাকতে হবে, অসম্ভবকে সম্ভব করার মতো অন্বেষণের ইচ্ছে থাকতে হবে, অজানার পথে যাওয়ার ইচ্ছে থাকতে হবে, জ্ঞান ভাগ করার ইচ্ছে থাকতে হবে, ব্যাথা-বেদনা দূরে সরিয়ে ফেলতে হবে, অপূরণীয় লক্ষ্যে পৌঁছনোর ক্ষমতা দেখাতে হবে, সমস্যার বিরুদ্ধে লড়ার শক্তি ধারণ করতে হবে, উত্তরসূরির আসন নেওয়াটা যৌবনের গুণ।