কদিন ধরে জাঁকিয়ে ঠান্ডা (Winter) পড়েছে শহরে। এই ঠান্ডার মরশুম একদিকে যেমন উপভোগ করছেন শহরবাসী, তেমনই অনেকেই ভুগছেন একাধিক সমস্যায়। শীতে নানা রকম শারীরিক সমস্যা (Physical Problems) দেখা যায়। একটু অসতর্ক হলে ঠান্ডা লেগে নাজেহাল অবস্থা হয় অনেকেরই। এই সময় কানে ব্যথা, দাঁতে ব্যথা, জ্বর, কাশি নানা রকম সমস্যায় ভোগেন অনেকে। রইল কয়টি শীতের সাধারণ সমস্যার হদিশ ও তার সমাধান।