তাপমাত্রা ইতিমধ্যে ৪০ ডিগ্রি ছুঁয়েছে। গুমোট ভাব, চড়া রোদ আর এই প্রচন্ড দাববাহে সকলেরই নাভিশ্বাস ওঠার জোগার। গত কয়েকদিন ধরেই এই ভ্যাপসা আবহাওয়া। এই গরমের কোনও কাজ বাদ যাচ্ছে না। গরমে অফিস, স্কুল, কলেজ সবই চলছে। গরম যতই হোক বাড়িতে থাকার জো নেই। সে কারণে গরমে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা প্রবল। এই সময় হিট স্ট্রোকের কথা শোনা যাচ্ছে সকলের মুখে। কিন্তু, হিট স্ট্রোক আর স্ট্রোকের মধ্যে পার্থক্য করতে পারেন না অনেকেই। আর এই দুটি রোগ প্রসঙ্গে রইল তথ্য। জেনে নিন এই ঝলসানো গরমে কোন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি। আর এই দুই রোগের লক্ষণই বা কী কী।