পায়ের গোড়ালিতে, কিংবা হাঁটুতে ব্যথা মানেই হয় গাঁটের ব্যথা নয়তো ইউরিক অ্যাসিডের ব্যথা। তেমনটাই মনে করেন বেশিরভাগ মানুষ। বর্তমানে উচ্চ রক্তচাপ, সুগারের পাশাপাশি শরীরে থাবা বসাচ্ছে ইউরিক অ্যাসিড। আর এর জন্য বেশিরভাগটাই দায়ি আমরা নিজেরাই। মূলত অনাভ্যাসের কারণ, অনিয়মিত জীবনযাত্রাই দায়ী এর পিছনে। যাদের জিনগত সমস্যা রয়েছে তারাও আক্রান্ত হন এই কঠিন রোগে । কীভাবে বুঝবেন ইউরিক অ্যাসিড না গাঁটের ব্যথা, কী বলছেন বিশেষজ্ঞরা।