প্রতিদিনের খাদ্যতালিকায় যদি ব্যালেন্স মেনে চলেন, তা হলে ডিটক্স ডায়েট করার কোনও প্রয়োজন থাকে না। ডিটক্স ডায়েট-এর মাধ্যমে শরীরের অতিরিক্ত টক্সিন বা বর্জ্য নদার্থ শরীর থেকে টেনে বের করে দেয়। এই পক্রিয়াকে বলা হয় ডিটক্সিফিকেশন। তাই প্রতিদিনের ডায়েটে যথাযথ মাত্রায় প্রোটিন, ভিটামিন, মিনারেল, কার্বোহাইড্রেট থাকলে আপনি এমনিই সুস্থ থাকবেন। টক্সিন মূলত,ঘাম বা মল-মূত্র ত্যাগের মাধ্যমে শরীর থেকে নির্গত হয়। তবে যদি শরীর যথেষ্ট পরিমানে বিশ্রাম না পায়, ভালো ঘুম না হয় তবে শরীর চনমনে রাখতে এই ডিটক্স ডায়েট ট্রাই করে দেখতে পারেন।