অস্টিওপোরোসিসের সমস্যা এমনিতে নতুন কিছু নয়। এই সমস্যায় ভুগেছেন অনেকেই। এই সমস্যায় আরও অনেকে ভুগতে চলেছেন। এই রোগের আসল বিষয় আর কিছুই নয়, হাড় স্বাভাবিক নিয়মে জমাট বাঁধতে পারে না। শরীর থেকে ক্যালশিয়াম, ফসফরাস-সহ বিভিন্ন উপাদান বেরিয়ে গিয়ে হাড়কে ফোঁপরা করে দেয়। হাড় তখন ভঙ্গুর হয়ে যায়। এই পরিস্থিতিতে অনেক সময়ে পড়ে না-গিয়েও আমাদের হাড় ভেঙে যায়। তাই এই রোগের হাত থেকে বাঁচতে চিকিৎসার পাশাপাশি পাতে রাখুন এই খাবারগুলি-