গর্ভাবস্থা মেয়েদের জীবনের সব থেকে সুন্দর সময়। যখন নিশ্চিত হন গর্ভধারণ করেছেন, তখন নানা রকম পরিবর্তন আসে হবু মা-বাবার জীবনে। অনেকের কাছে প্রেগনেন্সি টেস্ট পজেটিভ আসা মানে একাধিক নিয়ম মেনে চলা শুরু। প্রথম তিন মাস খুবই সাবধানে থাকার পরামর্শ দিয়ে থাকেন ডাক্তারেরা। এর পরও থাকতে হয় নিয়ম মেনে। যতক্ষণ না বাচ্চা পৃথিবীর আলো দেখছে, ততক্ষণ মেনে চলা দরকার হাজারটা নিয়মত। তবে, হাজার সতর্কতা সত্ত্বেও অনেকের গর্ভপাত হয়ে থাকে। আজ রইল কয়টি ভুল ধারণার কথা। গর্ভপাত নিয়ে রয়েছে একাধিক ভুল ধারণা রয়েছে মানুষের মধ্যে। জেনে নিন এগুলো কী কী।