লিভারের রোগ নানা কারণে হতে পারে। তবে, অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় লিভারের রোগের কারণ হল অতিরিক্ত মদ্যপান। মদ্যপানের কারণে লিভারের তিন ধরনের রোগ হয়। অ্যালকোহলিক ফ্যাটি লিভার ডিজিজ, অ্যালকোহলিক হেপাটাইটিস এবং অ্যালকোহলিক সিরোসিস। এই সবগুলোই অতিরিক্ত মদ্যপানের কারণে হয়ে থাকে। এই ধরনের Alcoholic Liver Disease হলে কয়টি লক্ষণ দেখা দেয় শরীরে।