অল্প বয়স থেকেই একের পর এক রোগে আক্রান্ত হচ্ছেন অনেকে। ডায়াবেটিস, প্রেসার, কোলেস্টেরল ও হার্টের রোগ দেখা দিচ্ছে অনেকের। তেমনই কিডনি ও লিভারের রোগেও ভূগছে অনেকে। অজান্তে এই সকল রোগ কীভাবে যে শরীরে থাবা বসাচ্ছে তা কেউই আন্দাজ করতে পারছেন না। তবে, এই সকল রোগের প্রধান কারণ অস্বাস্থ্যকর জীবনযাত্রা। আধুনিকতার দৌড়ে যোগ দিতে গিয়ে বদল ঘটেছে প্রত্যেকের জীবনযাত্রায়। কাজের চাপে সারাদিন ৫ থেকে ৬ ঘন্টা ঘুমাচ্ছেন অনেকে, তেমনই সারাদিন চলছে দোকানের খাবার খাওয়ার এর সঙ্গে ধূমপান ও মদ্যপানের মতো খারাপ অভ্যেস তো আছেই। মদ্যপান আমাদের লিভারের মারাত্মক ক্ষতি করে জেনেও তা ত্যাগ করতে পারছেন না অনেকে। আর এই ভুল ডেকে আনছে কঠিন বিপদ।