নিরাপদ এবং সুস্থ থাকতে, সন্তান-কে স্কুল পাঠানোর সময় নজর রাখুন এই বিষয়গুলিতে

১২ ফেব্রুয়ারি থেকে খুলতে পারে রাজ্যের স্কুলগুলি। সমস্ত করোনা বিধি মেনেই রয়েছে স্কুল খোলার সম্ভাবনা। এর মধ্যেই দেশ-সহ রাজ্যে লকডাউন শিথিল হওয়ার কারণে বেশ কিছুটা স্বাভাবিক হয়েছে পরিস্থিতি। তাই এই সময় আপনার সন্তানকে স্কুলে পাঠাতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম এবং বেশ কিছু সতর্কতা অবলম্বনও করা জরুরি। তাই সন্তানকে স্কুলে পাঠানোর সময় আপনার এই বিষয়গুলি মাথায় রাখা উচিত যা আপনার সন্তান ও পরিবার-কে নিরাপদে থাকতে সাহায্য করবে-
 

deblina dey | Published : Feb 3, 2021 8:47 AM IST
110
নিরাপদ এবং সুস্থ থাকতে, সন্তান-কে স্কুল পাঠানোর সময় নজর রাখুন এই বিষয়গুলিতে

স্কুল ব্যাগে প্রয়োজনীয় বই-খাতার পাশাপাশি টিস্যু, হ্যান্ড স্যানিটাইজার অতিরিক্ত মাস্ক ও গ্লাভস অবশ্যই রাখা উচিত।

210

স্কুল ঢোকার আগে প্রতিটি ছাত্র-ছাত্রীর তাপমাত্রা স্ক্যানিং এবং স্যানিটাইজিং করার সুবিধা প্রদান করা প্রয়োজন। 

310

এর পাশাপাশি যতটা সম্ভব বন্ধুদের থেকে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, খুব পাশাপাশি না বসাই ভালো।

410

স্কুল যাওয়ার সময় জলের বোতল এবং প্রয়োজনীয় ওষুধ সঙ্গে রাখুন, বাইরের খাবার না খাওয়াই ভালো।

510

স্কুল বাসে গেলে সিটে বসার আগে ভালো করে স্যানিটাইজ করে তবেই যাতায়াত করুন।

610

ডেস্কে বসার আগে সিট ও ডেস্ক ভালো করে স্যানিটাইজ করে নিয়ে তবেই বসা ভালো।

710

স্কুলের টয়লেট, জলের কল ব্যবহার করার পর অবশ্যই হাত স্যানিটাইজ করে নিতে হবে।

810

বাড়ি পৌঁছে প্রতিদিনের ইউনিফর্ম ডিটারজেন্টে ভিজিয়ে রাখুন ও তারপর ধোওয়া উচিত।

910

স্কুলে ব্যবহৃত জলের বোতল, লাঞ্চ বক্স, বই, পেন সমস্ত কিছু স্যানিজাইজ করে তবেই পুনরায় ব্যবহার করুন।

1010

স্কুলের ব্যবহার করা মাস্ক ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে তবেই পরদিন ব্যবহার করুন, প্রয়োজনে অন্য মাস্ক ব্যবহার করুন।

Share this Photo Gallery
click me!

Latest Videos