মধ্যপ্রদেশে বার্ড ফ্লু-র সতর্কতা
মান্দসৌর, আগর-মালওয়া, খারগোন, সিহোর-সহ মধ্যপ্রদেশের ৮ জেলায় এ পর্যন্ত প্রায় ৪০০ কাকের মৃত্য়ু হয়েছে। ইন্দোর শহরে মৃত কাকের দেহে ভয়ঙ্কর ভাইরাসটির সন্ধান পাওয়ার পরে মধ্যপ্রদেশে বার্ড ফ্লু সতর্কতা জারি করেছে সরকার। তবে এই রাজ্যে হাঁস-মুরগির দেহে বা কোনও পোলট্রি ফার্মে এখনও ভাইরাসটির সংক্রমণ হয়নি বলে জানানো হয়েছে। মধ্যপ্রদেশ প্রশাসন মনে করছে রাজস্থান থেকেই ভাইরাসটি তাদের রাজ্যে প্রবেশ করেছে। রাজ্য প্রশাসনের পক্ষ থেকে পোল্ট্রি ও হাঁস-মুরগির পণ্য, খামার, জলাশয় এবং পরিযায়ী পাখিরা আসে যেসব জায়গাগুলিতে, সেইসব এলাকায় কঠোর নজরদারি চালানো হচ্ছে।