জনগণ সায় দিলেই যোগী আদিত্যনাথের উত্তরপ্রদেশে চালু হবে চিনের মতো নিয়ম। শনিবার, উত্তরপ্রদেশ আইন কমিশন, জনসংখ্যা ২০২১-এর খসড়া বিলটি আইন কমিশনের ওয়েবসাইটে আপলোড করেছে। এই বিষয়ে ১৯ জুলাইয়ের মধ্যে জনগণের পরামর্শ চাওয়া হয়েছে। এই বিলে স্বেচ্ছায় নির্বীজনকরণের মাধ্যমে দুই বা এক সন্তান ধারণের নীতি গ্রহণের জন্য সরকারী কর্মচারী, সাধারণ জনগণ এবং দারিদ্র্যসীমার নিচে থাকা দম্পতিদের জন্য পৃথক পৃথক সরকারি সুবিধা দানের কথা বলা হয়েছে। শুধু তাই নয়, যারা এটা করবেন না, তারা বঞ্চিত হবেন বিভিন্ন সরকারি জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে। রেশন কার্ডের সুবিধার ক্ষেত্রেও থাকবে সীমাবদ্ধতা এবং স্থানীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাও করতে পারবেন না। বিলটি পাসের আগেই যারা দুইয়ের বেশি সন্তান ধারণ করেছেন, তাদের ক্ষেত্রে এই বিল প্রযোজ্য হবে না। দেখে নেওয়া যাক এই বিলের সুবিধা-অসুবিধাগুলি।