চলতি সপ্তাহের প্রথমেই করোনাভাইরাসের প্রতিষেধ গবেষণায় সাফল্য পেয়েছিল বলে দাবি করেছিলেন রুশ প্রধান ভয়্লাদিমির পুতিন। খুব তাড়াতাড়ি সেটি জনগণের ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হবে বলেও জানান হয়েছে। তারপর একসপ্তহ পার হয়নি, তারই মধ্যে দ্বিতীয় সন্তোষজনক খবর শোনাল ভারত। প্রথম পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল পরীক্ষায় রীতিমত ভালো ফল করছে ভারতের আবিষ্কৃত করোনা প্রতিষেধক কোভ্যাক্সিন। এই প্রতিষেধ যথেষ্ট নিরাদপ বলেই দাবি করা হয়েছে। পাশাপাশি সেপ্টেম্বর থেকে দ্বিতীয় পর্যয়ায়ের গবেষণা শুরু করা হবে বলেও জানান হয়েছে। ভারত বায়োটেকের সঙ্গে সরকারি সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) যৌথ উদ্যোগেই করোনা প্রতিষেধকের গবেষণার কাজে ব্রতী হয়েছিল। জুলাই মাস থেকেই ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হয়েছে। প্রয়োগ করা হয়েছে মানব দেহে।