ডাবর, পতঞ্জলি, জান্দু, বৈদ্যনাথ কেউই পাশ করতে পালনা পরিবেশ পর্যবেক্ষণ সংস্থা সিএসই পরীক্ষা। এই সংস্থাগুলি ছাড়াও ১৩টি শীর্ষ স্থানীয় সংস্থার মধুতে ভেজাল রয়েছে বলে অভিযোগ করা হয়েছে। পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে সাফোলা, মার্কফেড সোহনা, নেচারস নেট্রা। সিএসই তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী ভারতে বিক্রি হওয়া প্যাকেটজাত মধুর অধিকাংশই জাল। আর এই বেজাল চক্রে জড়িয়ে রয়েছে চিনের হাত।