আগামী ১০ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে ভারতীয় বিমান বাহিনীর 'গোল্ডেন অ্যারো' স্কোয়াড্রোনে যোগদান করতে চলেছে ফ্রান্স থেকে আসা ৫টি রাফাল যুদ্ধিবমান। ভারতীয় বিমান বিহানীর ইতিবাসে এই 'গোল্ডেন অ্যারো' ভূমিকা বিশাল। ভারতীয় বিমান বাহিনীর প্রাক্তন এয়ার চিফ মার্শাল বীরেন্দ্র সিং ধনোয়া ১০ ই সেপ্টেম্বর, ২০১৯-এ হরিয়ানার আম্বালা এয়ারবেসে এক নম্বর 'গোল্ডেন অ্যারো' স্কোয়াড্রনকে পুনরুদ্ধার করেছিলেন। পুনরুত্থানের পরে গোল্ডেন অ্যারো স্কোয়াড্রনকে ভারতীয় বিমানবাহিনীর সক্রিয় কমান্ডে রাখা হয়েছে। ১৯৫১ সালের ১লা অক্টোবর হার্ভার্ড আইআইবি প্রশিক্ষক বিমান নিয়ে 'গোল্ডেন অ্যারো' উত্থাপিত হয়। এর অন্যতম বিমান ছিল ডি হাভিল্যান্ড ভ্যাম্পায়ার। পর্তুগিজদের থেকে গোয়াকে মুক্ত করতে বিরাট ভূমিকা পালন করেছিল ভারতের হাতে থাকা এই বিধ্বংসী যুদ্ধবিমানটি।