কোভিড-১৯ মহামারির সময়ে রক্তে অক্সিজেনের ঘনত্বের শতকরা হার বা সহজ কথায় 'অক্সিজেন স্যাচুরেশন' কথাটা বেশ চর্চায় রয়েছে। চিকিৎসকরাও পরামর্শ দিচ্ছেন আক্রান্ত হোন বা না হোন, রক্তে অক্রিজেনের মাত্রাটা নিয়মিত নজরে রাখার। এই অবস্তায় অনেকেই বাড়িতে পাল্স-অক্সিমিটার যন্ত্র কিনছেন। অনেকে আবহার ভরসা রাখছেন স্মার্টফোনের বিভিন্ন অ্যাপের উপর। আর সেখানেই শুরু হচ্ছে গন্ডগোল। অক্সিজেনের মাত্রা মাপতে গিয়ে অজান্তেই ফাঁস হযে যাচ্ছে একান্ত ব্যক্তিগত বিভিন্ন তথ্য। কীভাবে? আসুন জেনে নেওয়া যাক -