সরকারের পক্ষ থেকে সতর্ক করে বলা হয়েছে, স্মার্টফোনের মাধ্যমে কোনওভাবেই অক্সিমিটার-এর কাজ করা সম্ভব নয়। কারণ রক্তে অক্সিজেনের শতকরা হার জানার জন্য রক্তের অক্সিজেন সেন্সর প্রয়োজন। আর হৃৎস্পন্দনের হার জানতে লাগে হার্টবিট সেন্সর। বাজারে এখন যে স্মার্টফোনগুলি পাওা যায়, তাতে এই দুই সেন্সরের কোনওটিই থাকে না। কাজেই যে অ্যাপগুলি ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করে অক্সিজেনের মাত্রা এবং হার্টরেট জানানোর প্রতিশ্রুতি দিচ্ছে, সেগুলির উদ্দেশ্য যে ভালো নয়, তা একেবারে স্পষ্ট।