একমাসেরও বেশি সময় কেটে গেল, অনেকটাই জল গড়িয়ে গেছে গালওয়াল নদী দিয়ে। কিন্তু এখনও সীমান্ত উত্তাপ কমেনি পূর্ব লাদাখ সীমান্তে। কিন্তু বেশ কয়কটি এলাকা থেকে চিন সরিয়ে নিয়েছে। কিন্তু এখনও বেশ কয়কটি জায়গায় অবস্থানে অনড় রয়েছে লাল ফৌজ। ভারত চিন সীমান্ত উত্তার বাড়তে শুরু করেছিল গত ১৫ জুন থেকে। ওই দিনই দুই পক্ষের সেনারা সংঘর্ষে জড়িয়িছিল। তবে বিরোধী রাজনৈতিক দলগুলি একাধিকবার অভিযোগ করেছে লাদাকে ভারতীয় ভূখণ্ডে অনেক আগে থেকেই ঘটেছে চিনা অনুপ্রবেশ যদিও একথা মানতে নারাজ কেন্দ্রীয় সরকার।